West Bengal

এবার থেকে ট্রেনে মিলবে সাত্ত্বিক খাবার, কেন্দ্রের নির্দেশে ট্রেনের খাবারে পিয়াজ-রসুনের ব্যবহার বন্ধ করল ভারতীয় রেল

বিজ্ঞাপন

নানান ধরণের পুজোপার্বণ বা ধর্মীয় অনুষ্ঠান বা উপবাসের কথা মাথায় রেখে এবার ট্রেনের মেনুতে এল বড়সড় পরিবর্তন। ছোলার ডালই হোক বা পনির কোফতা বা সিঙ্গারা, এবার থেকে ট্রেনের খাবারে আর থাকবে না পিয়াজ-রসুনের ছিটেফোঁটাও। ট্রেনে এবার পিয়াজ-রসুন ছাড়া সাত্ত্বিক খাবার পরিবেশনের সিদ্ধান্ত নীল ভারতীয় রেল। তাদের এই নতুন মিলের নাম দেওয়া হয়েছে ‘জৈন মিল’।

বিজ্ঞাপন

রেলের আওতায় থাকা আইআরসিটিসির শীর্ষ সূত্রে খবর, যে সবজিতে মূল থাকে তা গ্রহণ করেন না জৈনরা। তবে তারা আলু খান। পিঁয়াজ, রসুন তো দূর অস্ত। এছাড়া দেশে সব সময়ে নানা ধরনের পুজো, তাকে ঘিরে উপবাস লেগেই থাকে। সেই কারণে অনেক যাত্রীই খাবারে এসব চান না। তাই স্থায়ীভাবে এধরনের পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। তবে চাইলে পিঁয়াজ, রসুন দেওয়া খাবারও পাওয়া যাবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

বিজ্ঞাপন

কিছু প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রেই আপাতত এই নতুন মেনু চালু হচ্ছে। কেন্দ্রের নির্দেশেই এই বদল আনা হয়েছে বলে খবর। আপাতত বন্দে ভারত, রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনে পরিবেশন করা হবে এই পিয়াজ-রসুন ছাড়া সাত্ত্বিক খাবার। পরবর্তীতে নানান দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনেও মিলবে এই খাবার।

বিজ্ঞাপন

আইআরসিটিসির নানান জোনের যাত্রীদের খাবারের চাহিদার কথা মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে রেলমন্ত্রক, সূত্রের খবর। এক্ষেত্রে আইআরসিটিসির উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ-মধ্য এবং দক্ষিণ, সমস্ত জোনের জন্যই আলাদা সাত্ত্বিক মেনুর তালিকা পাঠিয়েছে রেলমন্ত্রক।

বিজ্ঞাপন

তবে ট্রেনের ফার্স্ট, সেকেন্ড ও থার্ড এসির জন্য শ্রেণীগতভাবে খাদ্যের তালিকা ভাগ করা হয়েছে। জানা যাচ্ছে, পূর্বাঞ্চলীয় শাখায় প্রাতরাশে অন্যান্য কিছু মেনুর সঙ্গে চারটে লুচি ও ছোলার ডাল দেওয়ার সুপারিশ করা হয়েছে। পশ্চিম শাখার জন্য সুপারিশ করা হয়েছে দুটো পনির কাটলেট, দুটো ব্রাউন ব্রেড, মাখন ও সিদ্ধ সবজি। উত্তর জোনের জন্য নির্ধারিত করা হয়েছে ভেজ বেসন চিল্লা আর দক্ষিণ শাখার জন্য প্রাতরাশে সুপারিশ করা হয়েছে ইডলি।

মধ্যাহ্ন এবং নৈশভোজের জন্যও সাত্ত্বিক মেনুতে জোনভিত্তিক সুপারিশ করা হয়েছে। যেমন পূর্বাঞ্চলীয় শাখায় থাকবে বাসমতী চালের সাদা ভাত, পনির কোফতা। পশ্চিমী শাখায় দেওয়া হবে কাশ্মীরি পোলাও ও পনির বাটার মশালা। অন্যদিকে, দক্ষিণ-মধ্য জোনের জন্য সুপারিশ করা হয়েছে জিরা রাইস, মটর পনির মশালার। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading