‘পিসি-ভাইপোর গুণ্ডামির খবর সবাই জানে’, খড়গপুরে চা-চক্রে যোগ দিয়ে মমতাকে তুলোধোনা নাড্ডার

গতকালই রাজ্যে এসে তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে বিজেপি পরিবর্তন রথযাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এরপর আজ সকালে খড়গপুরে কলাইকুণ্ডের কাছে হরিয়াতাড়া গ্রামে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে চা-চক্রে যোগ দেন তিনি। এই সময় নাড্ডা কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
এদিনের চা-চক্রে যোগ দেওয়ার পর নাড্ডা বলেন গতকাল রাতেই তিনি প্রশাসনের থেকে অনুমতি পেয়েছেন চা-চক্রে যোগ দেওয়ার জন্য। এদিনে চা-চক্রের সভায় এত মানুষের সমাগম দেখে যে তিনি অভিভূত, একথাও জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিনের সভায় তাঁর মূল নিশানা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের বিরুদ্ধে তোপ দেগে নাড্ডা বলেন, “পিসি ভাইপোর গুণ্ডামির খবর সবাই জানে। সবাই মা-মাটি-মানুষকে ধিক্কার জানাচ্ছে। এবারের নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকবেন না”।
এরপর শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে নাড্ডা আরও বলেন যে মা মাটি মানুষের অওপর ভর করে তৃণমূল সরকার গড়েছিল, আজ তাদের উপরই তোলাবাজি করছে তাঁরা, এই বাংলার মানুষের উপর গুণ্ডামি করছে তৃণমূল। তিনি এও দাবী করেন যে বাংলার মানুষের জন্য তৃণমূল সরকার কিচ্ছু ক্রেনি। গরীব মানুষের সঙ্গে যেটা হচ্ছে, তা আর বেশিদিন চলবে না, এমনটাই আশ্বাস দেন নাড্ডা।
এরপর তিনি প্রশ্ন তোলেন যে “মমতাদির এত গোঁসা কেন? এর কারণ তিনি নিজেই আউড়ে সরকারের তুলোধোনা করেন তাই”। এরপর মঞ্চ ছাড়ার আগে জনগণের কাছে তিনি প্রশ্ন তোলেন যে তাঁরা কেউ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন কী না। এরপরই নাড্ডার দাবী, বিজেপি ক্ষমতায় এলে তা রাজ্যে চালু হবে। এদিন চা-চক্র শেষ করে কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে করে দিল্লি উড়ে যান জে পি নাড্ডা।