রাজ্য

উত্তরপত্র বিকৃতির জের! এসএসসি গ্রুপ ডি-তে ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ফেরত দিতে হবে বেতনও

এসএসসি গ্রুপ ডি নিয়োগে উত্তরপত্র বিকৃতি মামলায় এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। নিয়োগে বেনিয়মের অভিযোগে ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন, তাপ ধাপে ধাপে ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এমনকি এও নির্দেশ দেওয়া হয়েছে যে এরপর দেশের আর কোনও সরকারি পরীক্ষায় বসতে পারবেন না তারা। আগামী ১৪ই মার্চ এই মামলার ফের শুনানি রয়েছে।

দীর্ঘদিন ধরেই নিয়োগ দুর্নীতি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। নানান ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের গাফিলতিকেই দায়ী করা হয়েছে এর জন্য। এসএসসি গ্রুপ ডি-তে কর্মী নিয়োগে উত্তরপত্রে কারচুপি করার অভিযোগ ওঠে। এই মামলায় গতকাল, বৃহস্পতিবারই একাধিক প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর জন্য তিনি ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন কমিশনকে।

গতকাল, বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে উত্তরপত্রে কারচুপির অভিযোগ নিয়ে নিশ্চিত হওয়ার কথা জানায় কমিশন। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন রাখেন, কমিশন যখন বুঝতে পেরেছে যে কারচুপি হয়েছে, তাহলে চাকরি বাতিল করছে না কেন? এরপরই বিচারপতি নির্দেশ দেন, ২৮১৯ জনের তালিকা আলাদা করে প্রকাশ করে ২৪ ঘণ্টার মধ্যে তাদের চাকরি বাতিল করতে হবে।

সেই নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করে কমিশন। আর এরপরই কমিশনকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যাতে ১,৯১১ জনের চাকরি বাতিল করা হয়। তিনি এও নির্দেশ দিয়েছেন যে এই ১,৯১১ জনকে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই চাইলে জিজ্ঞাসাবাদও করতে পারে।

আজ, শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেওয়ার পর পাঁচ মিনিটের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এই ১,৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে এসএসসি। মধ্যশিক্ষা পর্ষদ এবার আইন মোতাবেক তাদের চাকরি বাতিল করবে।

debangon chakraborty

Related Articles

Back to top button