রাজ্য

তৃণমূলে ফিরতে চান শুভেন্দু, চাঞ্চল্যকর দাবী করলেন কুণাল, জোর শোরগোল রাজ্য রাজনীতিতে

শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলে ফিরতে চাইছেন, এমনই চাঞ্চল্যকর দাবী করে বসলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবী, শুধু শুভেন্দুই নন, তাঁর সঙ্গে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারা সকলেই ফিরতে চাইছেন। তবে তিনি এও স্পষ্ট জানিয়ে দেন তিনি শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আদৌ দলে ফেরত নেবেন কী না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

গতকাল, মঙ্গলবার সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন কুণাল। তিনি জানান, “যারা তৃণমূল থেকে গেছে, তারা বলছে আমাদের নাও। শুভেন্দু ফিরতে চাইছে। ওর সঙ্গে দু’-একজন যারা গিয়েছে, তারাও চাইছে ফিরতে। শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না”।

কিছুদিন আগেই বিজেপির হয়ে বিধাননগরে পুরভোটের প্রচার করতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে গিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরে যাওয়া সব্যসাচী দত্তকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন যে বিজেপির প্রার্থী নির্বাচনে ভুল হয়ে গিয়েছিল, এই কারণে সামান্য ভোটে হারতে হয়েছে।

এদিন নাম না করে সব্যসাচীকে নিশানা করে বলেন, “সেই প্রার্থী হিসেব কষে রেখেছিলেন। বিজেপি সরকারে আসছে মনে করে গিয়েছিলেন। এখন বিজেপি প্রথান বিরোধী দল রাজ্য। এখন রাজ্যে তিন থেকে ৭৭ হয়েছে বিজেপি। কিন্তু আমরা ১৪৮টি আসন পাইনি। রাজনীতি যাদের পেশা, ব্যবসা, শাসকদলের সঙ্গে না থাকলে, কাটমানি না পেলে, তারা বিরোধী দলের রাজনীতি করতে পারে না,তারা মধু খেতে তোলামূলে ফিরে গিয়েছে”।

এই প্রসঙ্গ নিয়ে কুণালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যাদের কোনও জনভিত্তি নেই, মানুষের সমর্থন নেই, অবসাদ থেকেই এগুলো বলছে তারা। সব্যসাচীকে ঈর্ষা করছে। আর শুভেন্দু তো ফিরতেই চাইছে। তাই অবসাদ থেকে এ সব বলছে। এ সবে গুরুত্ব দেওয়ার কোনও অর্থ নেই”।

বলে রাখি, একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সব্যসাচী দত্ত যদিও এর আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তিনি ফের তৃণমূলে ফিরে যান।

debangon chakraborty

Related Articles

Back to top button