কাঁথির রামনগরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তীর শাসকদলের দিকে

পানের বরোজ থেকে উদ্ধার বিজেপি নেতার দেহ। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ শাসক শিবিরের গুন্ডারা খুন করেছে এই নেতাকে। কাঁথির রামনগরের এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি হল উত্তাল।
বুধবার বিকালে কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত রামনগর-২ পূর্ব মন্ডলের, হলদিয়া ২ অঞ্চলের ৪১নং অর্জুনি বুথের ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি পূর্ণ চন্দ্র দাসকে একটি পান বরোজের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
সূত্র মারফত জানা গিয়েছে, পূর্ণচন্দ্র দাসকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গতকাল ডেকে পাঠিয়েছিল, কিন্তু পূর্ণচন্দ্রবাবু যাননি। আজ সকাল থেকে ওঁনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকালে পান বরোজের মধ্যে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এই ঘটনায় তাঁর পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ এনেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।