রাজ্য

Breaking: জারি হতে পারে কড়া লকডাউন, আজ বিকালেই ঘোষণা করবেন মমতা!

যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে রাজ্যে আবার হতে পারে লকডাউন। রাজ্য সরকারের তরফে লকডাউন ঘোষণা করা হতে পারে আজ বিকালেই। আজ দুপুর তিনটে নাগাদ জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। তাই মনে করা হচ্ছে আজকে বিকালে কোন বড়োসড়ো সিদ্ধান্ত নিতে পারে মমতা সরকার। 

করোনা পরিস্থিতির কথা ভেবে শনিবার দুয়ারে সরকার প্রকল্প স্থগিত করে দেওয়া হয়েছে। রবিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুষ্ঠান হওয়ার কথা ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেটাও ক্যান্সেল হয়ে গেছে। নবান্ন সূত্রের খবর, লোকাল ট্রেনও বন্ধ করে দেওয়া হতে পারে। জিম, রেস্টুরেন্ট, শপিং মল, বার সব কিছুই বন্ধ করে দেওয়া হতে পারে।

আজ বিকেল তিনটে নাগাদ বৈঠক ডাকা হয়েছে। জুম কলেই এই বৈঠক হবে। আজ রবিবার যেহেতু বৈঠক ডাকা হয়েছে সেজন্য মনে করা হচ্ছে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে আজকে

Related Articles

Back to top button