WB Election 2021: গরুর গাড়ির পর এবার সাইকেল! নিজের কেন্দ্রে সাইকেলে চেপেই ভোটের প্রচার সারলেন লকেট চট্টোপাধ্যায়

ফের অভিনব কিছু। নতুন কায়দায় প্রচার সেরে ফের নজির গড়লেন হুগলীর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন সাইকেলে চেপে তাঁকে জনসংযোগ বাড়াতে দেখা যায়। ব্যান্ডেলের ক্যাওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেল চালিয়েই প্রচার সারলেন লকেট। এর আগে গরুর গাড়িতে চড়ে প্রচার সারতে দেখা গিয়েছিল তাঁকে।
আজ, সোমবার গোটা রাজ্য জুড়ে মেগা প্রচার। এদিন ভোট প্রচার করতে রাজ্যে আসছেন জয়া বচ্চন, জে পি নাড্ডারা। অন্যদিকে প্রচারের ঝড় তুলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এরই মধ্যে সোমবার সকাল সকাল সাইকেলে চেপে প্রচারে বের হলেন লকেট চট্টোপাধ্যায়। সাইকেলে চেপে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ালেন তিনি। এদিন সাইকেলে চেপেই বিজেপি প্রার্থীকে সাহায্য করতে দেখা গেল বেশ কিছু নেতা-নেত্রীকেও।
আজ, সোমবার রাজ্যে মহা প্রচার। আজ হুগলীর শ্রীরামপুরে সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি জে পি নাড্ডা। এরপর উড়ে যাবেন কলকাতায়। এদিন টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে গড়িয়া পর্যন্ত রোড শো রয়েছে তাঁর। আবার এদিকে, তৃণমূলের হয়ে মাঠে নামবেন অভিতাভ-জায়া জয়া বচ্চন। কলকাতায় এসে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক সারবেন তিনি। এরপর টালিগঞ্জের অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন জয়া বচ্চন।
আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ
আবার অন্যদিকে, পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ দুই জেলার দলীয় প্রার্থীদের হয়ে প্রকাশ্যে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। চুঁচুড়া, চণ্ডীতলা উত্তরপাড়ার সভা ছাড়াও দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে জনসভা রয়েছে মমতার। ভাঙড়ে তৃণমূল প্রার্থী রেজাউল করিমের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল রাজ্যে তৃতীয় দফার ভোট। এর আগে রাজ্যজুড়ে জোরদার প্রচারে নেমেছে ঘাসফুল, পদ্মফুল, উভয় শিবিরই।