রাজ্য

‘আপনি দলে থাকছেন তো, নাকি আপনার নামও যাওয়ার তালিকায়’, দলের নেতাদের থেকেই অপ্রিয় প্রশ্ন শুনে মেজাজ হারালেন লকেট চট্টোপাধ্যায়

একুশের নির্বাচন থেকে উপনির্বাচন, সবেতেই কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। আর এরপর থেকেই বিজেপি ছাড়ার হিড়িক লেগেছে। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। গত সপ্তাহেই তৃণমূলে ঘর ওয়াপসি করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।

এমন আবহে আজ, শুক্রবার বর্ধমানে সাংগঠনিক বৈঠকে যোগ দেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই বৈঠকে প্রশ্ন করা হয় যে তিনি দল ছাড়ছেন কী না! আর এই প্রশ্ন শুনেই কার্যত মেজাজ হারান তিনি। কর্মীদের উপর চিৎকার করে ওঠেন নেত্রী।

এদিন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিজেপি নেতা-কর্মীরা প্রশ্ন করেন, “আপনি দলে থাকছেন তো? আপনার নামও নাকি যাওয়ার তালিকায় রয়েছে”। এমন অপ্রিয় প্রশ্নের শুনেই মেজাজ হারান বিজেপির সাধারণ সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রশ্নকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “‌আপনারা চুপ করুন। কারও বিরুদ্ধে অভিযোগ করলেই হবে না। আমি যাচ্ছি, এরকম কোনও ইঙ্গিত কী আপনারা পেয়েছেন নাকি”?

আজ, শুক্রবার, বৈঠকে যোগ দেওয়ার আগে লকেট বলেন, “‌আমাদের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। ২০১৯ সালে যাঁরা লোকসভা নির্বাচনে জিতিয়েছিলেন, তাঁরা কেউ দল ছেড়ে যান নি। যাঁরা নিজেদের আখের গোছাতে পার্টিতে এসেছেন, তাঁরা চলে যেতে পারেন। তাঁরা চলে গেলে দলটা ফিল্টার হবে”।

তবে লকেট এমন মন্তব্য করলেও, তাঁকে নিয়ে দলের অন্দরে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে। এই কারণেই তাঁকে এমন দলবদল প্রসঙ্গে প্রশ্ন করেন বিজেপি নেতা-কর্মীরা। আর এই প্রশ্ন শুনেই বেশ রেগে যান নেত্রী।

এদিন কয়েকজন নেতা লকেট চট্টোপাধ্যায়কে দলবদল নিয়ে প্রশ্ন করলে তিনি প্রথমে বেশ হকচকিয়ে যান। পরে বেশ কড়াভাবেই জবাব দেন তিনি। কিন্তু তবুও যেন তাঁকে নিয়ে ঠিক নিশ্চিন্ত হতে পারছেন না তাঁরই দলের লোকজন। এদিনের এই বৈঠকের শেষে এক নেতা বলেন, “‌অর্জুন সিংও অনেক বড় বড় কথা বলেছিলেন। তারপরে কী হয়েছে আমরা সবাই দেখেছি”।

debangon chakraborty

Related Articles

Back to top button