দুবরাজপুরের পর এবার রামপুরহাট! উদ্ধার দুই ড্রাম ভর্তি বোমা, পুলিশের জালে আটক ৩, গুচ্ছ গুচ্ছ বোমা ভাবাচ্ছে পুলিশকে

এগরা বজবজে বিস্ফোরণের পর আরও তৎপর হয়েছে পুলিশ। বীরভূম থেকে ফের উদ্ধার হয়েছে বোমা ও আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গ্রামের হাটতলার কাছে কালীভাসা নামে একটি পুকুরপাড়ের ঝোপে দু’টি ড্রাম ভর্তি তাজা বোমা রাখা ছিল। আজ, বৃহস্পতিবার সকালে তা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। সকালে এলাকার লোকজন পুকুর পাড়ে একটি ঝোপের আড়ালে দু’টি হলুদ রঙয়ের প্লাস্টিকের ড্রাম দেখতে পান।
তারা কাছে গেলে দেখতে পান সেগুলিতে বোমা মজুত রয়েছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকাটিকে ঘিরে রাখে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। পুলিশের প্রাথমিক অনুমান, দু’টি ড্রামে প্রায় ৩০টি বোমা রয়েছে।
গতকাল, বুধবারই বীরভূমে পরিত্যক্ত কোয়াটার থেকে বোমা উদ্ধার হয়। বোলপুর দুবরাজপুরের পর কাঁকরতলায় বোমা উদ্ধার হয়। কাঁকরতলা থানার সাহাপুর গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে প্রায় ১০ থেকে ১২টি তাজা বোমা উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাত্রে অভিযান চালিয়ে কাঁকরতলা থানার অন্তর্গত সাহাপুর গ্রামের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে একটি থলি ভর্তি প্রায় ১২ টি তাজা বোমা উদ্ধার হয়।
এর আগে আগে বুধবার রাতে সদাইপুর থানার হদলা গ্রামে ধরা পড়ে শেখ মেহেবুব ওরফে মহরম। এলাকার দাগি অপরাধী হিসাবে পুলিশের খাতায় তার নাম আছে। তার কাছে একটি দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। তাকে সিউড়ি আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, দুবরাজপুরে বোমা বিস্ফোরণের পর জেলাজুড়ে পুলিশি অভিযান শুরু হয়। তার জেরে বুধবার কাঁকরতলা এলাকায় বোমা, লোকপুর ও মাড়গ্রামে আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী ধরা পড়ে।