রাজ্য

অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে এবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো, ঘোষণা করল তৃণমূল

রাজ্যসভার পদ আগেইব ত্যাগ করেছিলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। এবার তাঁর সেই ছেড়ে যাওয়া আসনে মনোনীত করা হল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নয়া সৈনিক লুইজিনহো ফালেইরোকে। আজ, শনিবার সকালে তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে একথা ঘোষণা করা হয়। এর জন্য ইতিমধ্যেই কলকাতা পৌঁছেছেন ফালেইরো।

এদিন টুইটারে তৃণমূলের তরফে জানানো হয়, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে লুইজিনহো ফ্যালেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করা হল। সাধারণের জন্য তাঁর কাজ সর্বত্র প্রশংসিত হবে বলেই আমাদের বিশ্বাস”। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের প্রার্থী হিসাবে ফালেইরো আগামী মঙ্গলবারই মনোনয়ন জমা দিতে পারেন।

আগামী বছর গোয়ায় রয়েছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে লড়বে তৃণমূল। আর এই কারণেই এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। একাধিক তারকাকে দলে নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এবার তাই কোঙ্কণ উপকূলের এই রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে সাতবারের বিধায়ক ফালেইরোকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হয়েছে।

তৃণমূলে যোগ দেওয়ার পরপরই জাতীয় স্তরে নতুন পদ পেয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। গত মাসেই তাঁকে দলের জাতীয় সহ-সভাপতি হিসেবে নিয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নতুন পদ পেয়ে তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানান তিনি। আর এবার তাঁকে মনোনীত করা হল রাজ্যসভার আসনে।

প্রসঙ্গত, গত ১৫ই সেপ্টেম্বর আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। তাঁর সেই ছেড়ে যাওয়া পদে আগামী ২৯শে নভেম্বর হবে উপনির্বাচন।তবে এই উপনির্বাচনের আদপে কোনও প্রয়োজন রয়েছে কী না, তা নিয়ে প্রশ্ন রয়েছে ঢের। কারণ গত দুটি রাজসভা নির্বাচনের ক্ষেত্রে বিরোধীরা কোনও প্রার্থী দেয় নি। ফলে বিনা যুদ্ধেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির।

debangon chakraborty

Related Articles

Back to top button