West Bengal

‘এখনও অনেক তাল রয়েছে গাছে, বিজেপির পিঠে পড়বে’, সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে হুমকি মদনের

বিজ্ঞাপন

দু’পক্ষই কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। সুযোগ পেলেই একে অপরকে তোপ দাগতে মোটেই কসুর করেন না তারা। এর আগেই তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy) আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে। এবার সৌগতর পাশে দারিয়েফের দিলীপ ঘোষকে নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।  

বিজ্ঞাপন

গত শনিবার, বেলঘড়িয়ার যতীনদাস নগরে একটি রক্তদান শিবিরে যোগ দেন মদন মিত্র। সেখান থেকেই হুমকির সুরে মদন বলেন যে তিনি সৌগত রায়ের সঙ্গে একমত। তাঁর কথায়, “সবে জন্মাষ্টমী গেছে। এখনও বহু তাল গাছে রয়েছে। কখন যে দিলীপ ঘোষদের মতো এই উল্টোপাল্টা কথায় আর একটু ঝড় হলে, এই তালগুলো বিজেপির পিঠে পড়বে, সেটা তিনতাল না একতাল না সোমে তাল না বেতাল সেটা আমি জানি না। তাল পড়বেই। কারণ তাল পেকে গেছে এবং জন্মাষ্টমীতে সব তাল খরচা হয়নি”।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়। কামারহাটির বিধায়ক আরও বলেন, “বিজেপিতে একটা পাগল আছে, পাগলা মানে দিলীপ। দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েত ভোটের আগেই নাকি তৃণমূলের সরকার পড়ে যাবে, সৌগত রায়ের সঙ্গে একমত, আপনাদের মারতে বলছি না”। বিরোধী দলকে এভাবেই হুমকি শানিয়ে সৌগত রায়ের পাশে দাঁড়ালেন মদন মিত্র।

বিজ্ঞাপন

এর আগে সৌগত রায় বলেছিলেন, “পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে আমি বলে যাচ্ছি”।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading