মর্মান্তিক! মাধ্যমিক পরীক্ষার্থীকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল হাতি, পরীক্ষায় বসার আগেই মৃত্যু মেধাবী ছাত্রের

জীবনের প্রথম পরীক্ষা । কিন্তু সেই পরীক্ষাতে বসাই হল না। তার আগেই মর্মান্তিক মৃত্যু হল মাধ্যমিকের মেধাবী পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু হল ওই ছাত্রের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মৃত ওই ছাত্রের নাম অর্জুন দাস। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকার বাসিন্দা সে। পাঁচিরাম নহাটা স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন। বাড়ি থেকে ২০-২৫ কিলোমিটার দূরে বেলাকোবা বটতল কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল তার। কিন্তু সেই পরীক্ষা আর দেওয়া হল না অর্জুনের।
জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে স্কুটিতে চেপে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। সেই সময় দলছুট একটি হাতি আচমকা হামলা চালায় তাদের উপর। স্কুটি থেকে নেমে সরে যান অর্জুনের বাবা।
কিন্তু ততক্ষণে অর্জুনের উপর হামলা চালায় হাতিটি। তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে ওই দাঁতাল। মারাত্মকভাবে জখম হয় অর্জুন। তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
বন দফতর বলছে, জঙ্গলের ভিতরে ওই রাস্তা দিয়ে চলাফেরা করা নিষেধ। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ অতিরিক্ত সাহস দেখিয়ে ওই রাস্তা দিয়ে আসাযাওয়া করেন। এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য আগামীকাল, শুক্রবার থেকে টাকিমারির ওই রাস্তায় নজরদারি চলবে বলে জানা গিয়েছে।