রাজ্য

‘কে জানে এই চা কোথায় নিয়ে যাবে’, রাস্তার ধারের দোকানে চা বানালেন মহুয়া মৈত্র, কাকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী?

এমন দৃশ্য রাজ্যবাসী আগে দেখেছে। তবে ব্যক্তি ছিলেন অন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাঝেমধ্যেই কোনও জায়গায় কর্মসূচিতে গিয়ে গাড়ি থেকে নেমে রাস্তার পাশের দোকানে কখনও চা বানিয়েছেন, তো কখনও মোমো। কিছুদিন আগেই এক চপের দোকানে ঢুকে চপ ভেজে তা বিক্রিও করেছেন তিনি। এবার তাঁরই পথ অনুসরণ করলেন তাঁরই দলের নেত্রী মহুয়া মৈত্র (Mahua Moitra)।

গতকাল, বুধবার নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে এক কর্মসূচিতে গিয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই একটি চায়ের দোকানে ঢুকে পড়লেন তিনি। না, চা খেতে নয় বরং বানাতে। সেই চায়ের দোকানে ঢুকে চা বানান মহুয়া। সেই ভিডিও টুইটারে পোস্টও করেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে তৃণমূল সাংসদ চায়ের সসপ্য়ানে চিনি ঢালছেন। তাঁকে গোল করে ঘিরে দাঁড়িয়েছিলেন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। টুইটারে মহুয়া মৈত্র ক্যাপশনে লিখেছেন, “চা বানানোর চেষ্টা করলাম… কে জানে এটা আমায় কোথায় নিয়ে যাবে”।

তৃণমূল সাংসদের এই ক্যাপশনকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, এমন মন্তব্য করে তিনি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী শৈশবে স্টেশনে চা বিক্রি করতেন। সেই প্রসঙ্গ টেনেই মোদীকে অপমান করেছেন মহুয়া, এমনটাই দাবী নেটিজেনদের।

মহুয়া মৈত্রের টুইটের জবাবে এক ব্যক্তি আবার লেখেন, “আমাদের দেশের জন্য একজন চা-ওয়ালাই যথেষ্ট। জানিনা আমাদের দেশ চা-ওয়ালিকে জায়গা দিতে পারবে কি না”। আরেকজন লেখেন, “ম্যাডাম মহুয়া দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন”।

প্রসঙ্গত, গতকাল কৃষ্ণনগরে ‘দিদির রক্ষাকবচ’ কর্মসূচির প্রচারে গিয়েও বিতর্কিত মন্তব্য করেন মহুয়া মৈত্র। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “এই কাঁচা বাড়িগুলি খুব ঠান্ডা থাকে। গরমকালে খুব আরাম লাগে। তবে শীতকালে ঠান্ডা লাগে”। রাজনৈতিক মহলের একাংশের মতে, আবাস যোজনা দুর্নীতি নিয়ে রাজ্যে যে ঝড় উঠেছে, এমন সময় দাঁড়িয়ে মহুয়া মৈত্রের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

debangon chakraborty

Related Articles

Back to top button