West Bengal

গরু পাচার কাণ্ডে নয়া মোড়! ইডির হাতে গ্রেফতার মূল অভিযুক্ত এনামুল হক

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল তার। এবার ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হল গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক। সূত্রের খবর অনুযায়ী, আজ, শনিবারই তাঁকে আদালতে তোলা হবে। তাঁকে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে ২০২০ সালেও একবার এনামুল হককে গ্রেফতার করা হয়। কিন্তু সেই সময় সে জামিন পেয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

সীমান্তে গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল এই এনামুল হোক। এই কাজে বিএসএফ কর্তাদের একাংশের সহযোগিতাও পেয়েছে সে। তল্লাশি চালিয়ে এনামুলের কাছ থেকে একটি ডায়েরি পাওয়া গিয়েছে বলে খবর কেন্দ্রীয় সংস্থা সূত্রে। সেই ডায়েরিতে গরু পাচারকাণ্ডের নানান লেনদেনের হিসাব রয়েছে বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এনামুল হকের সূত্র ধরেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবকে নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, দেব এনামুলের কাছ থেকে নগদ টাকা এবং দামী ঘড়ি উপহার নিয়েছেন। তবে দেব দাবী করেন এই বিষয়টি ভিত্তিহীন। দেব এও জানান যে তিনি এনামুল হককে চেনেনই না। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই গরু পাচারের টাকার একটা অংশ চলচ্চিত্র জগতেও লগ্নি হয়েছে। দেবকে জিজ্ঞাসাবাদের পরই পিন্টু মণ্ডল নামে টলিউডের এক প্রযোজককেও তলব করে সিবিআই।

বিজ্ঞাপন

একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই গরু ও কয়লা পাচারকাণ্ড নিয়ে বশ তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। গরু পাচারে নাম উঠে আসে মুর্শিদাবাদের ব্যবসায়ী এই এনামুল হকের। এর আগে সীমান্ত রক্ষী বাহিনীকে ঘুষ দেওয়ার অপরাধে সিবিআই এনামুলকে গ্রেফতার করলেও সে জামিন পেয়ে যায়।

বিজ্ঞাপন

এনামুলের কলকাতা ও মুর্শিদাবাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য পায় সিবিআই। তাদের মতে, এনামুল শুধুমাত্র গরু পাচারই নয়, আরও অনেক বেআইনি কারবারের সঙ্গে যুক্ত। তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০০ কোটির বেশি টাকা পাওয়া গিয়েছে। এছাড়াও নানান বেনামী সম্পত্তি রয়েছে তার নামে। বাংলা থেকেই এনামুলকে গ্রেফতার করা হয়েছে। আজ, শনিবারই তাকে আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading