রাজ্য

৪২০০ টাকা উৎসব বোনাস, ১০ হাজার উৎসব অ্যাডভান্স! অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়েও উদারহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়!

করোনা আবহে বেসামাল দেশীয় অর্থনীতি। ভাড়ার ফাঁকা রাজ‌্যের‌ও। যে রাজ্য বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক বঞ্চনার শিকার এবার সেই পশ্চিমবঙ্গ‌ই ‌‌‌‌রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস এবং অ্যাডভান্স দেওয়ার ঘোষণা করেছে। সব মিলিয়ে এই খাতে খরচের জন্য বাড়তি ৪০০ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের।

নবান্ন সূত্রে খবর, এদিনই রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হবে কিনা, তা নিয়ে বৈঠক ছিল। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের উৎসব বোনাস ২০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৪২০০ টাকা৷ পাশাপাশি উৎসব অ্যাডভান্স বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা৷

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আরও বেশি কর্মী যাতে উৎসব বোনাস এবং অ্যাডভান্স-এর সুযোগ নিতে পারেন, তার জন্য বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে৷ এতদিন ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতেন যাঁরা, সেই সরকারি কর্মচারীরা উৎসব বোনাস পেতেন৷ সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে ৩৪২৫০ টাকা৷ অন্যদিকে উৎসব অগ্রিম নেওয়ার জন্যও বেতনের ঊর্ধ্বসীমা বাড়িয়েছে রাজ্য সরকার৷

debangon chakraborty

Related Articles

Back to top button