West Bengal

টিকা দেওয়ার ব্যাপারে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র, বিজেপি-শাসিত রাজ্যে বেশি টিকা যাচ্ছে, বিস্ফোরক অভিযোগ মমতার

বিজ্ঞাপন

রাজ্যে করোনার টিকার আকাল লেগেছে। বেশিরভাগ মানুষই পায়নি টিকা। এই কারণে মাঝে কিছুদিন টিকাকরণই বন্ধ ছিল। কারণ? রাজ্যে টিকা নেই। এই নিয়ে আজ ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

তাঁর কথায়, “রাজ্যে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রাজ্যের প্রয়োজন ১৪ কোটি টিকা। কেন্দ্র অনেক টাকা তুলেছে, কিন্তু টিকা পাওয়া যাচ্ছে না। ১৪ কোটির বদলে মাত্র ২ কোটি ১২ লক্ষ টিকা পাওয়া গিয়েছে”।

বিজ্ঞাপন

আরও পড়ুন- দিল্লি সফরে যাচ্ছেন মমতা, সৌজন্যমূলক সাক্ষাৎ সারবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে

বিজ্ঞাপন

বাংলাকে টিকা দেওয়ার ব্যাপারে অবহেলা করছে কেন্দ্র। বঞ্চিত করা হচ্ছে এই রাজ্যকে এমন অভিযোগ তুলে মমতা বলেন, “অনেক রাজ্যকে বেশি করে টিকা দেওয়া হচ্ছে, আবার অনেককে দেওয়া হচ্ছে না। উত্তরপ্রদেশ বিজেপি রাজ্য বলে বেশি টিকা দেবেন, বাংলাকে দেবেন না, এটা অন্যায়। টিকা না পেলে কীভাবে সবাইকে টিকা দেব”?

বিজ্ঞাপন

মমতার অভিযোগ, “এমাসেও ৭৫ লক্ষ টিকা দেওয়ার কথা বলে মাত্র ২৫ লক্ষ টিকা পেয়েছি। এব্যাপারে আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। টিকা না আসায় ৭দিন টিকাকরণ দেওয়া বন্ধ ছিল”।

এদিন নিজের দিল্লি সফর নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “আজকেও প্রধানমন্ত্রীকে টিকা নিয়ে ফের চিঠি দিয়েছি। হয়তো কোনও উত্তর পাব না, তা-ও চিঠি দিয়েছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দিল্লি গিয়ে নেতাদের সঙ্গে দেখা করব। সময় পেলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারি”।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বছর গড়ালেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, এর আগেই বারাণসীকে ১৫৮৩ কোটির প্রকল্প উপহার মোদীর

বেশ আক্ষেপের সুরে তিনি বলেন, “মানুষ ডেডবডি হয়ে গেলে টিকাকরণের সার্টিফিকেট কি টাঙিয়ে রাখবে”।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading