ইমাম ভাতার পর এবার রাজ্যে চালু হচ্ছে পুরোহিত ভাতা! একুশের নির্বাচন মাথায় রেখে দরাজহস্ত মমতা

একুশের বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমত ত্রস্ত তৃণমূল তাই মানুষের মন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের পুরোহিতদের জন্য মাসিক ১০০০ টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে জানালেন,বাংলা আবাস যোজনায় বাড়িও দেওয়া হবে তাদের। ফলে ভোট বৈতরণী পার করতেই এই পদক্ষেপ, মন্তব্য ওয়াকিবহাল মহলের।
সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর মাস থেকে পুরোহিতদের ভাতা দেওয়া হবে। রাজ্যে প্রায় ৮ হাজার দরিদ্র পুরোহিত এখনও পর্যন্ত আবেদন করেছেন। এছাড়াও কোলাঘাটে ইতিমধ্যেই সনাতন পুরোহিতদের জমি দেওয়া হয়েছে।
এর আগে মমতা যখন ইমাম ভাতা দিয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ উঠেছিল। এই ইস্যু নিয়ে গত নির্বাচনেও মমতাকে কোণঠাসা করার চেষ্টা করে বিজেপি।
তবে এবার পুরোহিত ভাতা ঘোষণা করে দাঁড়িপাল্লা সমান করে দিলেন মমতা, মত বিশেষজ্ঞদের। এছাড়াও পুজো নিয়েও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি প্যান্ডেলের একাংশ খুলে রাখার পরামর্শ দিয়েছেন। তাহলেই জীবাণু থাকলে বেরিয়ে যাবে বলে জানান তিনি।
এদিন মমতা আরো দুটি কাজ করেছেন ভোটব্যাঙ্ক এর কথা মাথায় রেখে। মতুয়াদের মন রাখতে এ দিন মতুয়া ডেভালপমেন্ট বোর্ড গঠনের নির্দেশ দেন মমতা এবং হিন্দিভাষীদের মন পেতে আজ হিন্দি দিবসে রাজ্যে হিন্দি সেল গঠন করেছেন মুখ্যমন্ত্রী।