রাজ্য

পুরসভায় পদ না পাওয়া নিয়ে কোনও ধরণের অশান্তি-বিক্ষোভ বরদাস্ত করবে না দল, কড়া বার্তা তৃণমূলের

পুরসভার দুই শীর্ষ পদ অর্থাৎ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কারা বসতে চলেছেন, তা নিয়ে দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সাংগঠনিক স্তরে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে পুর সদস্যদের পক্ষে বেশি রায় থাকবে, তাঁকেই প্রাথমিকভাবে পুরসভার শীর্ষে বসানো হবে, এমনটাই মনে করা হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্বই।

শীর্ষ নেতৃত্ব জানিয়েছে যে বেশি রায় পাওয়া সদস্যের অভিজ্ঞতাও দেখা হয়েছে না নির্বাচনের ক্ষেত্রে। তিনি সকলকে নিয়ে কাজ করতে পারবেন কী না, বা তিনি বা তারা কতটা যোগ্য, সবটা দেখা হয়েছে। এই নিয়ে স্থানীয় বিধায়ক ও সাংসদের সঙ্গে কথাও বলেছে দল। দ

লের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পুরসভায় পদ পাওয়া বা না-পাওয়া নিয়ে কোনও ধরণের অশান্তি বরদাস্ত করবে না দল। মহিলারাও পুরসভাগুলির চেয়ারম্যান ইন কাউন্সিল পদে গুরুত্ব পাবেন বলে জানানো হয়েছে দলের তরফে।

গতকাল, সোমবার বিকেল থেকেই একাধিক পুরসভায় দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হয়েছেও। তৃণমূল সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় জানান, “রাজ্যের যে সমস্ত পুরসভায় তৃণমূল কংগ্রেসের যারা যে দায়িত্ব পেয়েছেন তা রাজ্য নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুমোদনক্রমে সিদ্ধান্ত নিয়েছে৷ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন সবাই মিলে নিজ এলাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সম্পূর্ণ ভাবে জনসেবায় সমর্পিত করবেন”।

গত সপ্তাহে নজরুল মঞ্চে বৈঠকের শেষে জানানো হয় যে দলের কাছে সকলের তথ্য রয়েছে। তাই দল সঠিক ব্যক্তিকেই বেছে নেবে। যে না যারা চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন, তাদের কাজ প্রতিনিয়ত মনিটরিং করা হবে। বেশ কিছু জেলায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেছে দলের শীর্ষ নেতৃত্ব। তাদের তরফেও নাম পাঠানো হয়েছে। আবার সাংসদ ও স্থানীয় বিধায়করাও নামের তালিকা পাঠিয়েছেন। সবটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দল।

Related Articles

Back to top button