রাজ্য

‘আমি যদি বলতে শুরু করি, তাহলে যারা আমায় গালাগালি দেয় তাদের মাথা কুটতে হবে’, পাঁচলার সভা থেকে বিরোধীদের হুঙ্কার মমতার

কয়েকদিন ধরেই জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার হাওড়ার (Howrah) পাচঁলায় এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই অনুষ্ঠান থেকে ১৫টি জেলার ৯০০ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নতুন করে ৬ লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে যাবে বলে জানান মমতা।

এদিনের এই অনুষ্ঠান থেকে বিরোধীদের নিশানা করতেও ছাড়েনি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা যে কাজ করেছি, একবার সব বলতে শুরু করলে সারাদিন আমাকে যাঁরা গালাগালি দেয় তাদের মাথা কুটতে হবে”।

এদিনের সভা থেকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা আমরা পাই। কাজ করিয়ে নিয়ে টাকা দিচ্ছে না। আমি কেন্দ্রীয় সরকারকে বলতে চাই গরিব মানুষের টাকা মারবেন না। একের পর এক প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গরিব লোক যাতে খাবার না পায় সেই কারণে ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার টাকা, শিক্ষার টাকা কেটে নেওয়া হচ্ছে। রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যাওয়া হয়। এখন গোটা দেশে একটা কর জিএসটি। এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাগ দিচ্ছে না। নির্বাচনের সয় এসে খালি দাঙ্গা করবে”।

ব্যাঙ্ক থেকে শুরু করে নানান কেন্দ্রীয় সরকারি আর্থিক প্রতিষ্ঠান বেসরকারিকরণ হয়ে যাওয়ার ঘটনায় ফের সরব হন মমতা। বলেন, “আপনার অনেকেই লাইফ ইনসিওরেন্সে টাকা রাখেন। অনেকর হাউজিং লোন রয়েছে। আপানাদের ব্যাঙ্কেও টাকা রয়েছে। যে কোনওদিন বলবে ব্যাঙ্ক, এলআইসি বা পোস্ট অফিস উঠিয়ে দাও। তখন মানুষের টাকা কী হবে? কেন্দ্রীয় সরকারে মুখে শুধু ভাষণ। কোনও কাজের কাজ নেই। যে টাকাগুলো বন্ধ করে দিয়েছে, সেই নিয়ে আগামী দিন আমাদের পরিকল্পনা করতে হবে। গ্রামীণ রাস্তার পিছনে খরচ করার জন্য আমরা ২ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা করছি”।

এদিনের অনুষ্ঠান সভা থেকে মমতা সাফ জানান যে সমালোচনায় তাঁর কিছু এসে যায় না। তাঁর কথায়, মানুষের জন্য কাজ করতে সমস্ত সমালোচনা সহ্য করতে রাজি তিনি। মমতা বলেন, “আগে বাংলাকে দেখে মুখ বেঁকাতো। তাদের বলি এখন এসে বাংলাকে দেখে যান। বাংলা এখন গোটা দেশে মডেল হয়ে গিয়েছে। কন্যাশ্রী আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এখন অন্যান্য রাজ্য আমাদের অনুকরণ করছে। ভালো কাজ অনুকরণ করা ভালো”।

debangon chakraborty

Related Articles

Back to top button