রাজ্য

WB Election 2021: কমিশনের নির্দেশে কোচবিহারে ৭২ঘন্টা ঢোকা বন্ধ রাজনৈতিক নেতা-নেত্রীদের! ভিডিও কলে কথা বললেন মুখ্যমন্ত্রী

চতুর্থ দফার নির্বাচন সবচেয়ে হিংসাত্মক হয়েছে। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কাল মারা গেছে ৪ জন। আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে সিআইএসএফ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার পর থেকে কোচবিহারে আগামী ৭২ ঘন্টা রাজনৈতিক নেতানেত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।

আরও পড়ুন- মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ 

তবে চুপ করে বসে থাকার পাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন। নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন তৃণমূল নেত্রী। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক চলাকালীন তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবারের দায়িত্ব সম্পূর্ণভাবে নেবেন তিনি। ১৪ তারিখ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- অমিত শাহ্’র নির্দেশেই গুলি চলেছে মাথাভাঙায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী মমতার 

আজ সকালে কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে তোপ‌ও দাগেন মুখ্যমন্ত্রী। মডেল কোড অফ কনডাক্টের নাম বদলে মোদী কোড অফ কনডাক্ট করতে বলেছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “মডেল কোড অফ কনডাক্টের নাম বদলে মোদী কোড অফ কনডাক্ট রাখা উচিত নির্বাচন কমিশনের। বিজেপি তার সমস্ত শক্তি ব্যবহার করতে পারে তবে এই পৃথিবীতে কোনও কিছুই আমাকে মানুষের সঙ্গে থাকতে এবং তাঁদের বেদনা ভাগাভাগি করতে বাধা দিতে পারবে না। তারা আমাকে কোচবিহারের ভাই ও বোনদের সঙ্গে ৩ দিনের জন্য দেখা করতে যেতে বাধা দিতে পারে। তবে আমি চতুর্থ দিন সেখানে থাকব!”

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এটি একটি গণহত্যা। গুলি করে মেরেছে। কেন্দ্রীয় বাহিনী পায়ে বা তলপেটে গুলি করতে পারত। প্রতিটা গুলি ঘাড়ে বা বুকে লেগেছে।”

Related Articles

Back to top button