রাজ্য

“আরামবাগ ওসির ওপর আমি নজর রাখছি”, ভোট প্রভাবিত করার জন্য নির্বাচন কমিশনের রোষানলে মমতা

তৃতীয় দফা নির্বাচনের শেষ। অপেক্ষা চতুর্থীর। অর্থাৎ চতুর্থ দফা নির্বাচনের। আর তার আগেই এবার উত্তেজনার পারদ চড়ল। তৃতীয় দফা নির্বাচনের দিন আরামবাগে আক্রান্ত হন বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল খাঁ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পুলিশকে একপ্রকার হুমকি দিয়ে বলেন, “আরামবাগের ওসির ওপর আমি নজর রাখছি”! এদিন মমতায় সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কাঠগড়ায় দাঁড় করান কেন্দ্রীয় বাহিনীকে‌ও। তাঁর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ধরনের ঘটনা কীভাবে ঘটে?

প্রসঙ্গত উল্লেখ্য, তৃতীয় দফার ভোটে শুধুমাত্র তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ আক্রান্ত হয়েছেন এমনটা নয়। তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীও। যদিও সেই বিষয়ে মুখ খোলেননি মমতা।

আরও পড়ুন-মানবিক মোদী! প্রধানমন্ত্রীর সভায় আচমকা অসুস্থ মহিলা, বক্তব্য থামিয়ে দিলেন চিকিৎসার নির্দেশ

একইসঙ্গে এদিন ভোট আবহে, নির্বাচন কমিশনের রোষানলে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। তাঁর বিরুদ্ধে অভিযোগ নির্বাচন চলাকালীন তা প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি।

আরও পড়ুন-শুভেন্দু পিতা শিশিরকে রাজ্যপাল করার ভাবনা কেন্দ্রের!

কি অভিযোগ বঙ্গ শাসিকার বিরুদ্ধে? ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মুসলিমদের তাঁর দলকে ভোট দেওয়ার জন্য আর্জি জানান। এই ঘটনাতেই নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তাকে শো-কজের জবাব দিতে বলা হয়েছে।

Related Articles

Back to top button