অর্ডার করেছিলেন আইফোন, কিন্তু হাতে এসে পৌঁছল মাটির ডেলা, রেগে আগুন যুবক, চাঞ্চল্য আসানসোলে

অনলাইনে অর্ডার করেছিলেন আইফোনের নতুন মডেল। কিন্তু বক্স খুলতেই চক্ষু চড়কগাছ যুবকের। বক্সের মধ্যে থেকে বের হল একতাল মাটি। এমন ঘটনা ঘটল আসানসোলের কুলটির এক যুবকের সঙ্গে। ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়কে জেরা পুলিশের। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সূত্রের খবর, আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর হনুমান চড়ায় ঝনকপুর এলাকার বাসিন্দা শশী যাদব। সামনেই তাঁর ভাইয়ের জন্মদিন। সেই কারণে এক জনপ্রিয় ই-কমার্স সংস্থা থেকে আইফোন ১৪ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন ওই যুবক। তা ডেলিভারি হওয়ার কথা ছিল ২২শে মার্চ। কিন্তু তা এসে পৌঁছতেই ঘটল বিপত্তি।
জানা গিয়েছে, ঘটনাচক্রে একদিন আগে অর্থাৎ ২১শে মার্চ ওই ফোন ডেলিভারি দিতে আসেন এক যুবক। ব্যবসায় স্বচ্ছতা রাখতে সম্প্রতি ই-কর্মাস সংস্থাগুলি ‘ওপেন বক্স’ ফিচার এনেছে। এর ফলে ডেলিভারি বয়ের উপস্থিতিতেই এখন ক্রেতা দেখতে পারেন যে তাঁর পার্সেলে সঠিক জিনিস রয়েছে কী না।
সেই বক্স হাতে পেয়েই ডেলিভারি বয়ের সামনেই তা খোলেন ওই যুবক। আর বক্স খুলতেই দেখা যায়, তাতে আইফোন তো দূর, কোনও ফোনই নেই। বক্সের মধ্যে রয়েছে মাটির ডেলা। এই কথা জানাজানি হতেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। পুলিশে খবর দেন ওই যুবক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেলিভারি করতে আসা যুবক অভিষেক মণ্ডলকে আটক করেছে বলে জানা গিয়েছে।