রাজ্য

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার জেল হেফাজত মানিকের স্ত্রী-পুত্রেরও, বাবার মতোই প্রেসিডেন্সি জেলেই ঠাঁই মানিক-পুত্র সৌভিকের

আদালতে হাতজোড় করেই তিনি অনুরোধ করেছিলেন যাতে তাঁর পরিবারকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা আর হল না। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত (recruitment scam) তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা ভট্টাচার্য (Shatarupa Bhattacharya) ও ছেলে সৌভিক ভট্টাচার্যকে (Souvik Bhattacharya) জেল হেফাজতের নির্দেশ দিল ইডি আদালত।

আজ, বুধবার ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন আদালতে মানিকের স্ত্রী ও ছেলে জামিনের আর্জি জানিয়েছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। আদালত থেকে বের করে জেলে নিয়ে যাওয়া হয় তাদের। মানিক-পুত্র সৌভিককে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই রয়েছেন বাবা মানিক ভট্টাচার্যও। মানিকের স্ত্রীকে নিয়ে যাওয়া হয় আলিপুর সংশোধনাগারে। সেখানে নিয়োগ দুর্নীতি মামলার আর এক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন।

মামলার চার্জশিটে নাম ছিল মানিকের স্ত্রী ও ছেলের। আদালত সমন পাঠিয়েছিল তাদের। তারা আগেই হাজিরা দিয়েছিলেন কিন্তু আগের দিন শুনানি হয়নি। সেই ছিল ছিল আজ, বুধবার। এদিন মানিকের স্ত্রী ও ছেলের জামিনের বিরোধিতা করে ইডি জানায় যে এই নিয়োগ দুর্নীতির কথা পুরোটাই জানতেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য।

শুধু তাই-ই নয়, এদিন আদালতে ইডি-র আইনজীবী এও উল্লেখ করেন যে এই দুর্নীতিতে মানিকের স্ত্রী ও ছেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আদালতে এদিন এও প্রশ্ন ওঠে যে মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্য ২০১৭ সালে দু’বার কেন ইউকে যাওয়ার কথা কেন লুকিয়ে গিয়েছিলেন?

এদিন ইডি-কে আদালত প্রশ্ন করে যে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন মানিকের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়নি? এদিন শুনানির শেষে রায়দান স্থগিত রাখে আদালত। পরে তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

বলে রাখি, এর আগেও মানিকের ছেলে সম্পর্কে একাধিক তথ্য় সামনে এনেছিল ইডি। জানা গিয়েছিল, মানিক ভট্টাচার্যের ছেলের নামে একটি কোম্পানি রয়েছে। তাতে ২ কোটি ৬৪ লক্ষ টাকা মিলেছিল। সেই টাকা দুর্নীতির টাকা বলেই দাবী করা হয়েছিল ইডি-র তরফে। এর আগে একাধিকবার তাঁকে তলবও করা হয়েছিল।

মানিকের স্ত্রী-পুত্রের এই জেল হেফাজত প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, “ছোট পরিবার, সুখী পরিবার। এবার সবাই একসঙ্গে থাকবে। এতদিন আলাদা ছিল। মানুষকে যা সাহায্য করেছে, তার ফল তো পেতেই হবে”।

debangon chakraborty

Related Articles

Back to top button