করোনার ধাক্কায় বিপর্যস্ত দিল্লি! সেনাবাহিনীর সাহায্য চেয়ে কেন্দ্রের কাছে আবেদন কেজরির

করোনার দ্বিতীয় ঢেউতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দিল্লি। চারিদিকে কান্না আর হাহাকারের শব্দ। কোনওভাবেই সামলাতে পারছে না কেজিরওয়াল সরকার। লাগাতার মৃত্যু। স্তূপের মতো জমছে মৃতদেহ।
আর এইরকম সংকটময় পরিস্থিতিতে এবার সেনাবাহিনীর কাছে সাহায্য চাইল দিল্লি সরকার। কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল l
সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, দিল্লির মারাত্মক করোনা সংকটের মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়ে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।
আরও পড়ুন-দিনে ৭-৮ জন করোনা রোগীর মৃত্যু! মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মঘাতী ৩৬-এর চিকিৎসক
ভারতীয় সেনার সাহায্য নিয়ে দিল্লিতে অতি দ্রুত কোভিড হাসপাতাল বানাতে চাইছে আপ সরকার। সব মিলিয়ে অক্সিজেনের ব্যবস্থা থাকা ১০ হাজার নন-আইসিইউ শয্যা ও ১ হাজার আইসিইউ বেডের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে কেজরি সরকার।
উক্ত চিঠিতে সিসৌদিয়া লেখেন, “করোনা পরিস্থিতিতে দিল্লির স্বাস্থ্যসেবার পরিকাঠামোর উপর প্রচণ্ড চাপ বেড়েছে। তাই দিল্লির মানুষের সাহায্য করার জন্য আমি সেনাবাহিনীর কাছে আবেদন জানাচ্ছি।”
এবার দেখা যাক দিল্লির ডাকে সাড়া দিয়ে সেনা সাহায্য করে কিনা!