রাজ্য

পাগড়িকান্ডে নয়া বিতর্ক, এবার হাওড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল শিখ সংগঠন!

বিজেপির নবান্ন অভিযানে প্রাক্তন এনএসজি কমান্ডো এবং বর্তমান নিরাপত্তারক্ষী বলবিন্দর সিং নামে এক ব্যক্তির পাগড়ি খুলে দেওয়া নিয়ে কলকাতা ও রাজ্য পুলিশকে রীতিমত হেনস্থার মুখে পড়তে হচ্ছে শিখ সম্প্রদায়ের কাছ থেকে। গোটা দেশজুড়ে শিখ সম্প্রদায়ের থেকে অপমানের শিকার হচ্ছে মমতা সরকার এবং তার পুলিশ।

এবার দিল্লি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি এবং অকালি শিরোমনি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা কলকাতায় এসে হাওড়া পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন হাওড়া থানাতেই। তার অভিযোগের সারবত্তা এই যে, একজন শিখের পাগড়ীর অপমান করা হয়েছে যা কখনই কাম্য নয়।

গতকাল কলকাতায় এসেছেন মনজিন্দর। এরপর হাওড়ায় গিয়ে ধৃত শিখ নিরাপত্তারক্ষী বলবিন্দরের সঙ্গে দেখা করেন। এরপর সোজা চলে যান রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যেখানে তিনি রাজ্যপালের কাছে এই গ্রেফতারি এবং পাগড়ির অপমানের বিচার চেয়ে স্মারকলিপি জমা দেন।

মনজিন্দরের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল এর রাজনৈতিক লড়াইয়ের মধ্যে এই শিখ ব্যক্তিকে শিখন্ডী করা হচ্ছে। এই ব্যাপার নিয়ে কোন রাজনীতি তারা চান না। শুধু চান এই শিখ ব্যক্তি এবং তার পরিবারের লোকেরা যাতে বিচার পান।

তিনি দাবি করেন, বলবিন্দরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সারা ভারতে প্রযোজ্য। পুলিশের কাছে তিনি বলবিন্দরকে মারের ভিডিও জমা দেন। পাশাপাশি আগামিকাল তার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হবে বলে তিনি জানান।

অন্যদিকে হাওড়া সিটি পুলিশ জানিয়েছে যে, এই শিখ ব্যক্তিকে তার বন্দুকের লাইসেন্স পরীক্ষা করার জন্য জম্মু-কাশ্মীরের রাজৌরি নিয়ে যাওয়া হবে যেখান থেকে তিনি লাইসেন্স পেয়েছিলেন। গতকাল বলবিন্দরকে হাওড়া আদালতে তোলা হয়েছিল সেখানে বিচারক তাকে আগামী ৮ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button