রাজ্য

এবার তিহাড় জেলে হবে চড়াম চড়াম! সম্পূর্ণ সুস্থ অনুব্রত, আজই বীরভূমের ‘বেতাজ বাদশা’কে নিয়ে দিল্লির পথে ইডি

আজ, মঙ্গলবার দোলের দিন সকালেই আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে। কলকাতায় এসে জোকা ইএসআই হাসপাতালে হয় কেষ্টর নানান শারীরিক পরীক্ষা। এরপর হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় যে অনুব্রত একেবারে ফিট রয়েছেন। তাঁকে নিয়ে দিল্লি যাত্রা করতে কোনও সমস্যা নেই।

হাসপাতাল থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এদিন দুপুর ২টোর সময় অনুব্রতকে নিয়ে জোকা ইএসআই থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। গাড়িতে তুলে তাঁকে রওনা দেওয়া হয়েছে বলে খবর। অনুব্রতকে নিয়ে দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছেন তারা।

জোকা ইএসআই হাসপাতাল সূত্রে খবর, প্রায় দেড়-দু ঘণ্টা হাসপাতালে রেখে অনুব্রতর নানান মেডিক্যাল পরীক্ষা হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। এরপর হাসপাতালেই খাওয়ার ব্যবস্থা করা হয় কেষ্টর। তারপর দুপুর ২টো নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে অনুব্রতকে নিয়ে দমদম বিমানবন্দরের দিকে রওনা দেন ইডির গোয়েন্দারা ।

debangon chakraborty

Related Articles

Back to top button