রাজ্য

মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধ’র্ষ’ণ, ফের তুমুল উত্তেজনা ছড়াল মালদহে

ফের মালদহ থেকে উঠে এল গণধ’র্ষ’ণের অভিযোগ। মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে তুলে গিয়ে নির্যাতন এলাকারই দুই যুবকের। এই দু’জনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত এখনও পলাতক। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ওই নাবালিকা নিজের বাড়ির সামনেই ঘোরাফেরা করছিল। সেখান থেকেই তাকে তুলে নিয়ে দুই অভিযুক্ত। কাছেই একটা পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ করা হয় ওই মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে। নাবালিকার চিৎকারে লোকজন ছুটে আসে কিন্তু তার আগেই পালিয়ে যায় দুই অভিযুক্ত। ওই দুই যুবক নাবালিকার পূর্বপরিচিত। তাই তাদের নামধাম জানতে পুলিশকে বিশেষ বেগ পেতে হয়নি।

নাবালিকা অভিযুক্তদের নাম বলতেই তাদের চিনে ফেলেন স্থানীয়রা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই মোথাবাড়ি থানার পুলিশ একজনকে গ্রেফতার করে। অন্য অভিযুক্ত এখনও পলাতক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।

বলে রাখি, কিছুদিন আগেই মালদাতে গণধ’র্ষ’ণের অভিযোগ ওঠে। ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয় এক নাবালিকার দেহ। নাবালিকাকে গণধ’র্ষ’ণ করে খু’ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গত মাসেই মালদার গাজোলে স্কুলে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধ’র্ষ’ণের অভিযোগে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়।

পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে জেলা প্রশাসন। জেলাশাসকের তরফে তিনজনের একটি কমিটি গঠন করা হয়। জাতীয় শিশু সুরক্ষা কমিশন তদন্তে আসে। সেদিনই আবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্য নারী ও শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও। দু’পক্ষের মধ্যে নজিরবিহীন সংঘাত বাঁধে। এই সমস্ত ঘটনার রেশ কাটার আগে ফের গণধ’র্ষ’ণের অভিযোগ উঠল মালদায়।

debangon chakraborty

Related Articles

Back to top button