West Bengal

যশের আগে ছোটোখাটো টর্নেডো ব্যান্ডেল-নৈহাটিতে, ভাঙল গাছ-দোকান, বজ্রাঘাতে মৃত ২

বিজ্ঞাপন

যশ আছড়ে পড়বে আগামীকাল। কিন্তু এর আগেই ফের নতুন করে তৈরি হল আতঙ্ক। আজ, মঙ্গলবার হুগলীর ব্যান্ডেল ও উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি ও হালিশহরে কয়েক মুহূর্তের জন্য আছড়ে পড়ল অন্য এক বিপদ, ‘ছোটো যশ’।

বিজ্ঞাপন

এই ঝড়ের জেরে লণ্ডভণ্ড হয়ে যায় ওইসব এলাকা। ভেঙে পড়ে গাছ। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, একটা বড় ঘূর্ণিঝড়ের আগে এমনটা হয়।

বিজ্ঞাপন

আজ, মঙ্গলবার দুপুরে আচমকাই ঝড় শুরু হয় ব্যান্ডেলে। এর প্রভাব পড়ে লাগোয়া নৈহাটি এবং হালিশহরেও। ঝড়ের জেরে হুগলি-চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ ব্যান্ডেল চার্চ সংলগ্ন খেলনার দোকান উড়ে গিয়ে পড়ে রসভরা খালে। গাছ পড়ে যায় অনেক জায়গাতেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন- আছড়ে পড়ার আগেই নিজের রূপ দেখাতে শুরু করেছে ‘যশ’, কংক্রিটের বাঁধ টপকে জল ঢুকছে দিঘা, তাজপুর গ্রামে 

বিজ্ঞাপন

ঝড়ের চোটে একাধিক বাড়ির চালও ভেঙে পড়ে। কয়েকটি বাড়ির টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে। মঙ্গলবারই জানা গিয়েছে, যশের গতিপথ ঘুরে গিয়েছে। তা এখন ওড়িশার দিকে। এইন কারণে অনেকটাই স্বস্তিতে ছিলেন মানুষ। কিন্তু আচমকা এই ঝড়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

বিজ্ঞাপন

আজ, মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে। তবে দুপুরে হঠাৎই শুরু হয় ঝড়। এই বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর ঝন্টু বিশ্বাস বলেন, “আমরা বাসিন্দাদের বারবার বলছি আশ্রয় শিবিরে চলে যেতে। কিন্তু তাঁরা শুনছেন না। কিন্তু কিছু ক্ষণ ঝড়ের যে তাণ্ডব যা দেখলাম, তাতে ভয় হচ্ছে, যশ এলে কী হবে”।

আরও পড়ুন- যশ মোকাবিলায় প্রস্তুত পুরুলিয়া! মোতায়েন সেনাবাহিনী, NDRF

মঙ্গলবার হঠাৎ এই ঘটনায় পাণ্ডুয়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। একজন হলেন হড়াল দাসপুরের কমল মাঝি, বয়স ২২। এদিন দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এই সময় বাইরেইন ছিলেন তিনি। বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর।

অন্যজন হলেন পাণ্ডুয়ার দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস, বয়স। এই সময় মাঠে কাজে গিয়েছিলেন তিনি। তাঁরও মৃত্যু হয় বজ্রাঘাতে।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading