রাজ্য

মুখ্যমন্ত্রীর ভাইঝির পর এবার মন্ত্রীর ভাই! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেল গ্রুপ সি-তে নিয়োগ হওয়া শ্রীকান্ত মাহাতোর ভাইয়ের

এসএসসি গ্রুপ-সি (SSC Group C) উত্তরপত্রে কারচুপির অভিযোগে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)। এর আগে জানা গিয়েছিল, যাদের বিরুদ্ধে উত্তরপত্রে (OMR Sheets) প্রাপ্ত নম্বর বদলে বা বাড়িয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, সেই তালিকায় ৬০৮ নম্বরে বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে।

তবে বাকি ৮৪১ জনের থেকে বোলপুরের বৃষ্টি মুখোপাধ্যায়ের নামের ওজন কিছুটা বেশি বলেই মনে করছেন বিরোধীরা। কারণ মুখ্যমন্ত্রী মমতা সম্পর্কে বৃষ্টির পিসি। কীভাবে চাকরি পেয়েছিলেন বৃষ্টি, সেই উত্তর অবশ্য দিতে পারেন নি বৃষ্টির বাবা তথা মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়।

এবার এই একই অভিযোগে চাকরি গেল শালবনীর বিধায়ক তথা ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর। গ্রুপ সি-র চাকরি বাতিল হয়েছে তাঁর। আর একথা প্রকাশ্যে আসার পর থেকেই বেপাত্তা ওই ব্যক্তি। জানা গিয়েছে, উত্তরপত্র বিকৃতি যে তালিকা কমিশন প্রকাশ করেছে, সেই তালিকায় ২৮৪ নম্বরে নাম রয়েছে খোকনের।

বিরোধীদের কথায়, পড়াশোনায় কোনওদিনই ভালো ছিলেন না খোকন মাহাতো। কোনও রকমে টেনেটুনে উচ্চমাধ্যমিক পাশ করেছিলেন তিনি। মাথার উপর মন্ত্রী দাদার হাত ছিল, সেই কারণেই গ্রুপ সি-র চাকরি পেয়েছিলেন খোকন। ঝাড়গ্রামের একটি স্কুলে চাকরি করতেন তিনি।

চাকরি বাতিলের কথা প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত আর এলাকায় দেখা যাচ্ছে না মন্ত্রীর ভাইকে। স্থানীয়দের কথায়, শুক্রবার রাতে একটি বিয়েবাড়ি গিয়েছিলেন খোকন। কিন্তু শনিবার সকাল থেকে তাঁকে এলাকায় কেউ দেখেন নি। এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোও।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য বিমান মাহাতো বললেন, “উনি বছর পাঁচেক ধরে চাকরি করছেন। খোকনবাবুর দাদা বিধায়ক হওয়ার পর থেকে তিনি স্কুলের চাকরি করছেন। প্রভাব খাটিয়েই চাকরি পেয়েছেন। এলাকায় উনি একা বিএসসি নন। উনি মাধ্যমিকে থার্ড-ডিভিশন পেয়েছিলেন। বিএসসি করতে গিয়ে অনার্সও টেকাতে পারেননি। উনি ক্লাস টেন পাশ। কীভাবে উনি নিজেকে উচ্চ-শিক্ষিত দাবি করেন নিজেকে? জঙ্গলমহলের অনেক ছেলে যাঁরা উচ্চ-শিক্ষিত, অনেক খেটেও পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না। উনি পেলেন কীভাবে? এই এলাকায় উনি একা নন, আরও অনেক দুর্নীতি হয়েছে”।

debangon chakraborty

Related Articles

Back to top button