২১ নয়, আরও বেশি তৃণমূল সাংসদ-বিধায়ক যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, ফের জল্পনা দিলেন ‘মহাগুরু’ মিঠুন

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আর এই নির্বাচনে বিজেপির ত্রুপের তাস মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। গতকাল, মঙ্গলবারই নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে রাজ্যে এসেছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি জানান যে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে যে কাজ দিয়েছে, তিনি সেই কাজ ভালোভাবে পালন করবেন।
আজ, বুধবার থেকেই নানান জেলায় কর্মসূচি করবেন মহাগুরু। তাঁর বাংলায় ৫ দিনের সফরে ৫ জেলায় ঠাসা কর্মসূচি রয়েছে। আজ পুরুলিয়ায় পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন তিনি। তাঁর সমস্ত কর্মসূচিতে তাঁর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কিছুমাস আগে বাংলায় এসে মিঠুন দাবী করেছিলেন যে তৃণমূলের ২১ জন নেতা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এবারের সফরে এসে তিনি আবার দাবী করলেন যে ২১ নয়, তার থেকেও বেশি তৃণমূল সাংসদ-বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।
মিঠুন আরও বলেন, “তৃণমূলে সকলে দুর্নীতিগ্রস্ত নন। অনেকে আছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তৃণমূলে যারা ভালো, তারা শান্ত। যারা শান্ত, তাদের দিকে নজর রাখুন। যারা শান্ত, তাদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে”।
এর আগে সেপ্টেম্বরে মহাগুরু বলেছিলেন, “তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন”। তবে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে মিঠুন দাবী করলেন যে এই সংখ্যাটা বেড়েছে। এবার দেখার পালা সত্যিই শাসক দল থেকে কোনও নেতা বিজেপিতে পঞ্চায়েত ভোটের আগে যোগ দেন কী না!