আসছেন না অমিত শাহ্! ড্যামেজ কন্ট্রোলে ঠাকুরনগরে যাচ্ছেন শুভেন্দু-মুকুল-কৈলাস

গতকাল বিকেল পাঁচটা নাগাদ দেশের রাজধানী দিল্লিতে বিস্ফোরণ ঘটে ইজরায়েলি দূতাবাসের সামনে। সেই কারণেই শেষ মুহূর্তে বাতিল হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র বঙ্গ সফর।
দিল্লির জিন্দল হাইসের কাছে ৫ এপিজে আব্দুল কালাম রোডের ইজরায়েলি দূাতাবাসের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয় এই বিস্ফোরণ।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাজধানী দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। সেই সময় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হলেও, পূর্ব নির্ধারিত সূচি মেনে রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যোগদান মেলা হবে। এমনটাই জানিয়েছেন বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। সূত্রের খবর, অমিতের পরিবর্তে এই যোগদান মেলায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
প্রসঙ্গত গতকাল অর্থাৎ, শুক্রবার গভীর রাতে কলকাতার বিমানবন্দরে নামার কথা ছিল অমিত শাহ্’র। শনি ও রবিবার বাংলায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর। যাওয়ার কথা ছিল ঠাকুরনগরেও। কিন্তু দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে উলটপালট হয়ে গেল সবকিছুই! আপাতত বাতিল অমিত শাহের দু’দিনের বাংলা সফর।