রাজ্য

আসছেন না অমিত শাহ্! ড্যামেজ কন্ট্রোলে ঠাকুরনগরে যাচ্ছেন শুভেন্দু-মুকুল-কৈলাস

গতকাল বিকেল পাঁচটা নাগাদ দেশের রাজধানী দিল্লিতে বিস্ফোরণ ঘটে ইজরায়েলি দূতাবাসের সামনে। সেই কারণেই শেষ মুহূর্তে বাতিল হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র বঙ্গ সফর।

দিল্লির জিন্দল হাইসের কাছে ৫ এপিজে আব্দুল কালাম রোডের ইজরায়েলি দূাতাবাসের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয় এই বিস্ফোরণ।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাজধানী দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। সেই সময় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হলেও, পূর্ব নির্ধারিত সূচি মেনে রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যোগদান মেলা হবে। এমনটাই জানিয়েছেন বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। সূত্রের খবর, অমিতের পরিবর্তে এই যোগদান মেলায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ, শুক্রবার গভীর রাতে কলকাতার বিমানবন্দরে নামার কথা ছিল অমিত শাহ্’র। শনি ও রবিবার বাংলায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর। যাওয়ার কথা ছিল ঠাকুরনগরে‌ও। কিন্তু দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে উলটপালট হয়ে গেল সবকিছুই! আপাতত বাতিল অমিত শাহের দু’দিনের বাংলা সফর।

আর তাই ড্যামেজ কন্ট্রোলে ঠাকুরনগরে যাচ্ছেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় ও শুভেন্দুদু অধিকারী। অমিতের সভা বাতিলে দৃশ্যতই হতাশ মতুয়া সমাজ।
এদিন ঠাকুর নগরে মতুয়া মহাসম্ভেঘর অনুষ্ঠানে যােগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর । এটি কোনও দলীয় অনুষ্ঠান ছিলনা। মতুয়া মহাসঙ্ঘের অন্যতম নেতা তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের আমন্ত্রণেই এদিন শাহ্’র সেখানে উপস্থিত থাকার কথা ছিল । ফলে গুরুত্ব যাতে লঘু না হয় সে কারণে প্রথম সারির তিন নেতাকে সেখানে পাঠাচ্ছে গেরুয়া শিবির ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ – এর বিধানসভা ভােটে যে মতুয়ারা বিজেপির বড় ভরসা তা বলাই বাহুল্য । উনিশের লােকসভাতেও মতুয়া অধ্যুষিত বনগাঁ এবং রাণাঘাট আসন জিতেছিল গেরুয়া শিবির । একুশেও সেই জয় ধরে রাখতে চাইছে বিজেপি । আর তাই বাংলা বিধানসভায় জিততে বিজেপির অন্যতম ভরসা এই মতুয়া সম্প্রদায়। তাই অমিত শাহের বাংলা সফর বাতিল হওয়ার পর দ্রুত বিজেপি নেতৃত্ব ঠিক করে ফেলে বিকল্প হিসেবে কারা সেখানে যাবেন ।

মতুয়া সঙ্ঘের অনুষ্ঠান হলেও, ঠাকুর নগরে রাজনৈতিক উত্তাপ চরমে । ওই এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন জেনে গােটা ঠাকুর নগর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাের্ডিংয়ে ছেয়ে দিয়েছে তৃণমূল । তাতে লেখা , ‘ মতুয়াদের পাশে দিদি । এর মধ্যেই সেখানে যাচ্ছেন মুকুল , কৈলাস , শুভেন্দু ৷ 

debangon chakraborty

Related Articles

Back to top button