West Bengal

ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের বেতন সমস্যা মেটাবে বিজেপি! কেন্দ্রে’র নিয়মে বেতন পাবেন আশ্বাস মুকুলের

বিজ্ঞাপন

বিজেপির বাংলায় আসার অপেক্ষা মাত্র। আর তারপর‌ই সব সমস্যার সমাধান। মিটবে পার্শ্ব শিক্ষকদের বেতন সমস্যা‌ও।  ‌মঙ্গলবার পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চে গিয়ে এমনই আশ্বাস দিয়ে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। জানালেন, কেন্দ্রের নিয়ম মেনে দেশের অন্যান্য রাজ্যে পার্শ্বশিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বাংলাতেও তাই দেওয়া হবে l

বিজ্ঞাপন

বিভিন্ন দাবিতে গত ৬১ দিন ধরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। গত ১০ দিন ধরে অনশনও করছিলেন তিনজন। মঙ্গলবার সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে অনশন ভাঙেন তাঁরা। শারীরিক অসুস্থতার জন্য অনশন তুলে নিলেও অবস্থান বিক্ষোভ যে চলবে সে কথাও জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শনিবার পার্শ্বশিক্ষকদের অবস্থান মঞ্চে গিয়েছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র যে সবসময় তাঁদের পাশে রয়েছে, সে আশ্বাসও দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

আর এরপরই মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বিষয়ে চিঠি লেখেন। তাঁর কাছে মুকুল জানতে চান, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কতটা বেতন দিতে পারবে। এরপরই আজ সরস্বতী পুজোর সকালে মুকুল রায়ের বিক্ষোভ মঞ্চে আসার কথা শোনা যায়, তখনই মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা নিয়েই হয়তো সেখানে হাজির হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে মুকুল রায় বলেন, “বিজেপি ক্ষমতায় এলে আপনাদের সমস্যার সমাধান হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে সব রাজ্যের পার্শ্বশিক্ষকরা যে বেতন পান, আপনারাও তাই পাবেন।” একইসঙ্গে আন্দোলনকারীদের রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, “আমি বলব আপনারা রাজ্যপালের কাছে যান। দেখা করুন। তাঁকেও বিষয়টা জানান। আপনাদের সমস্যর সমাধান হবেই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading