রাজ্য

প্রয়াত মুকুল-পত্নী কৃষ্ণা রায়, করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন তিনি

আজ, মঙ্গলবার সকালে জীবনাবসান ঘটে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের। চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন করোনা পরবর্তী জটিলতায়। আজ ভোরে চেন্নাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিগত একমাস ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণা রায়। করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর আর বাড়ি ফেরা হল না কৃষ্ণাদেবীর। করোনা মুক্ত হয়ে গেলেও পুরোপুরি সুস্থ হন নি তিনি। এর ফলে দীর্ঘদিন হাসপাতালেই কাটাতে হয় তাঁকে। করোনার জেরে ফুসফুসের সমস্যা দেখা দেয়। ফুসফুসের চিকিৎসা চলছিল তাঁর।

উল্লেখ্য, গত ১২ই মে করোনায় আক্রান্ত হন মুকুল রায় ও তাঁর স্ত্রী। প্রথমের দিকে মুকুল রায় সল্টলেকের একটি গেস্ট হাউজে আইসোলেশনে ছিলেন। পরে বাড়িতেই চিকিৎসা চলে তাঁর।

আরও পড়ুন- এই সপ্তাহেই হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বাংলার নেতা-সহ মোট ১৮

কিন্তু মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের শরীর বেশি খারাপ থাকায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু ক্রমশই তাঁর শরীরের অবনতি ঘটতে থাকে। একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। করোনা মুক্ত হয়ে গেলেও তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে তাঁর ফুসফুসে মারাত্মক ক্ষতি হয়। এরপরেই আরও ভালো চিকিৎসার জন্য চেন্নাই থেকে চিকিৎসকের একটি দল কলকাতায়। তারা কৃষ্ণাদেবীর শারীরিক পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের কথা বলেন। সেই মতো কৃষ্ণাদেবীকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শেষরক্ষা হল না। আজ ভোরে চেন্নাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

debangon chakraborty

Related Articles

Back to top button