BREAKING: আগামীকাল বিজেপি যুব মোর্চার অভিযান, পিকের পরামর্শে নবান্ন বন্ধ রাখছে রাজ্য সরকার!

তবে কি ভয় পেল মমতা সরকার? হঠাৎ করে আগামীকাল ও পরশু বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। কারণ দেখানো হয়েছে, স্যানিটাইজেশন! এদিকে আগামীকালকেই বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান। ফলে ওই দিনই নবান্ন বন্ধ রাখার নির্দেশ রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে কারণ বিরোধীদের বক্তব্য, পিকের পরামর্শে এই কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে নবান্ন এবং রাইটার্স। প্রথা মাফিক স্যানিটাইজেশন কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা বিধি মেনে সমস্ত আধিকারিক ও কর্মীদের ওই ২ দিন না আসার অনুরোধ করা হচ্ছে।
যদিও মমতা বন্দোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্ত রাজনীতিতে অন্য ঝড় তুলেছে। অনেকদিন আগেই বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ জানিয়ে দিয়েছিলেন আগামী ৮ই অক্টোবর নবান্ন অভিযান-এর কথা। গেরিলা কায়দায় নবান্নের কাছাকাছি পৌঁছে যাওয়া হবে বলে জানানো হয়েছিল।
ঠিক তার আগের দিন রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি প্রমাণ করে দিচ্ছে যে, তারা বিজেপির যুব মোর্চা বাহিনীকে ভয় পাচ্ছে! গোটা ঘটনায় সন্দেহ আরও দৃঢ় হচ্ছে কারণ নবান্নে প্রতি শনিবার প্রথামাফিক স্যানিটাইজেশন এর কাজ চলে। সেখানে হঠাৎ করে এই সপ্তাহে কেন বৃহস্পতিবার এবং শুক্রবার স্যানিটাইজেশন কাজ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
ফলে, বিজেপি যুব মোর্চার কর্মসূচির কারণেই কি এই সিদ্ধান্ত উঠছে প্রশ্ন? বিরোধীদের স্পষ্ট দাবি, ভয় পেয়ে প্রশান্ত কিশোরের পরামর্শে নবান্ন বন্ধ রাখছে মমতা সরকার!