রাজ্য

আবার বাংলায় লকডাউন! নবান্ন থেকে জারি হল একগুচ্ছ নির্দেশিকা

করোনায় বিধ্বস্ত বাংলা তাই এবার সাময়িক লকডাউনের পথে হাঁটল নবান্ন। কিছুক্ষণ আগেই নবান্ন থেকে জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। যা অক্ষরে মেনে চলতে হবে প্রত্যেককে।

যদিও এটাকে লকডাউন বলে আখ্যা দিতে নারাজ সরকারি কর্তারা, তাঁরা এটাকে বলছেন নিষেধাজ্ঞা। বাংলায় কীসের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে একটু দেখে নেওয়া যাক।

শপিং মল, বার, সুইমিং পুল, রেস্তোরাঁ, জিম, স্পা এবং সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি এবং অনলাইন সার্ভিস চালু থাকবে।

সকাল ৭ টা থেকে ১০টা এবং বিকাল তিনটা থেকে পাঁচটা দোকান খোলা রাখা যাবে।

যাবতীয় জমায়েত, সাংস্কৃতিক শিক্ষামূলক অথবা বিনোদন মূলক কোন রকম জমায়েত কোথাও করা যাবে না।

আরও পড়ুনঃ ভারতে ভয়ঙ্কর করোনা! সুস্থ থাকতে, ইমিউনিটি বাড়াতে খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার, দেখে নিন তালিকা

এর অন্যথা কেউ করলে ২০০৫ সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা পালন করার জন্য প্রয়োজনীয় সরকারি ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে।

debangon chakraborty

Related Articles

Back to top button