রাজ্য

ফের করোনা রেকর্ড গড়লো রাজ্যে, একদিনে আক্রান্ত সর্বোচ্চ

গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের চিত্রটা ঠিকঠাকই ছিল বলা চলে। আক্রান্তের তুলনায় হাসপাতাল থেকে মুক্তির হার তরতরিয়ে বাড়ছিল। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে রাজ্যে হাসপাতাল থেকে মুক্তির হার ৭৩.৫৭%। কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরে আবার নতুন করে চিন্তার ভাঁজ লেগেছে। রাজ্যে এদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। যা এযাবৎ সর্বোচ্চ।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩১৩১৭ জনের নমুনা পরীক্ষা করে রাজ্যের ৩০৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। অবশ্য এই ২৪ ঘণ্টাতেই হাসপাতাল থেকে ছুটি পেয়ে ২৫৭২ জন বাড়িও ফিরে গেছেন। ফলে এ যাবৎ রাজ্যের মোট ১,১০,৩৫৮ জন আক্রান্ত এর মধ্যে ৮১,১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

যদিও শুক্রবারেই আক্রান্তের সাথে সাথে করোনা মৃত্যুতেও রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। করোনা আক্রান্তের ফলে এ পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ২৩১৯ জন।

রাজ্যে একদিনে আক্রান্তের মধ্যে কলকাতাতেই সর্বোচ্চ আক্রান্তের খোঁজ মিলেছে। কিন্তু এর মধ্যেই টানা দু’দিন অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে কলকাতায়। ৬৩৫ জন করোনা রোগী গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতাল থেকে মুক্তি পেয়েছে এবং মারা গেছে ২১ জন। ফলে কলকাতায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৫৫৭-এ। আজ স্বাধীনতা দিবসের দিন তাই মানুষকে ঘরে বসেই স্বাধীনতা দিবস পালনের আর্জি জানানো হয়েছে।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

debangon chakraborty

Related Articles

Back to top button