Breaking:বন্ধ স্কুল-কলেজ, স্পা,জিম,পার্লার! লোকাল ট্রেনে ৫০%, রাজ্যে জারি কড়া বিধিনিষেধ

অবশেষে কড়া বিধিনিষেধের পথে হাঁটল মমতা সরকার। বিকাল ৩টা নাগাদ হওয়া এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানালেন বেশ কিছু বিধিনিষেধ। আসুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়। বন্ধ থাকবে সমস্ত পর্যটন কেন্দ্র। সন্ধ্যে সাতটার পর বন্ধ থাকবে লোকাল ট্রেন। বাকি সময় লোকাল ট্রেনে 50 শতাংশ যাত্রী। বন্ধ থাকবে দূরপাল্লার ট্রেন। মেট্রো রেলে 50% যাত্রী। জরুরী পরিষেবা ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় থাকবে। বেসরকারি পরিষেবা ক্ষেত্রে 50 শতাংশ হাজিরা।
ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে 50 জনের বেশি নয়। বন্ধ থাকবে স্পা,জিম,পার্লার, সুইমিং পুল। শপিংমলে 50% প্রবেশ এবং সিনেমা হলে 50% প্রবেশ। বার ও রেস্টুরেন্টে 50 পার্সেন্ট ক্যাপাসিটি নিয়ে প্রবেশ।
পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে দুয়ারে সরকার প্রকল্প। মাস্ক না পরলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। শপিংমল খোলা থাকবে সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত।