West Bengal

‘বড় চোর একটা’, সেলের সামনে গিয়ে পার্থকে টিপ্পনী ছিঁচকে চোরের দলের, জেলের ভিতরেও হ্যাপার অন্ত নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর

বিজ্ঞাপন

নিয়োগ দুর্নীতির (recruitment scam) জেরে গত বছরের জুলাই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু জেলের মধ্যে থেকেও হ্যাপার শেষ নেই তাঁর। সেখানেও নানান কটাক্ষের (humiliation) মুখে তাঁকে বারবার পড়তে হচ্ছে। আর এই নিয়ে বেশ অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রাক্তন মন্ত্রী।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতেই পার্থকে ‘মোটা টুকি’ এমন সব মন্তব্যে বিদ্ধ করা হয়েছিল। আবার মলভর্তি মগ পার্থর দিকে ছুঁড়ে মেরেছিল জঙ্গি মুসা। তার জেরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে একটু চোটও পেয়েছিলেন পার্থ। এবার সেলের ভিতরে তাঁকে শুনতে হল ‘বড় চোর’, ‘চাকরি চোর’ বলে নানান বিদ্রুপ।

বিজ্ঞাপন

কিছুদিন আগেই নিয়োগ সংক্রান্ত শুনানিতে আদালতে ইডি-র আইনজীবী জানিয়েছেন নিয়োগ দুর্নীতির শিক্ষক হচ্ছেন পার্থ আর শান্তনু-কুণালরা ছাত্র মাত্র। এবার জেলের ভিতরেও নানান কটাক্ষ ধেয়ে এল পার্থর দিকে। জানা গিয়েছে, জেলে থাকা অন্যান্য চোরদের কাছে এবার বিদ্রুপ শুনতে হচ্ছে পার্থকে।

বিজ্ঞাপন

সূত্রের খবর, গত সপ্তাহেই পার্থর সেলের সামনে দুই ছিঁচকে চোর পার্থকে ‘বড় চোর’ বলে খেপিয়ে চলে যায়। আবার কখনও বা ‘চাকরি চোর’ বলে ডাকে পার্থকে। এই ঘটনায় প্রাক্তন মন্ত্রী কোনও উত্তর না দিলেও বেশ ক্ষুব্ধ হন তিনি। জেল কর্তৃপক্ষকে আর্জি জানান যাতে এই ধরণের অত্যাচার বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর থেকেই একাধিক কটাক্ষ করা হয়েছে পার্থকে। কখনও আদালতে ইডি-সিবিআইয়ের কটাক্ষ, তো কখনও আবার আদালতের বাইরে সাধারণ মানুষের ‘চোর চোর’ স্লোগান। আর এবার জেলের ভিতরেও নিস্তার পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ এই নিয়ে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত জেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading