West Bengal

করোনার থাবায় প্রয়াত পদ্মশ্রী সম্মানে সম্মানিত পরমাণু বিজ্ঞানী শেখর বসু! শোক জ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের!

বিজ্ঞাপন

ফের নক্ষত্র পতন। করোনা (covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল পদ্মশ্রী সম্মানে সম্মানিত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসুর (Sekhar Basu)। আজ, অর্থাৎ বৃহস্পতিবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, কিডনিজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শেখর বসু। পরে করোনা পরীক্ষা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। শুরুর দিকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে আজ সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

বিজ্ঞাপন

পরমাণু শক্তি কমিশনের (Atomic energy commission) প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। এই খ্যাতনামা পরমাণু বিজ্ঞানীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকোস্তব্ধ পরমাণু শক্তি কমিশন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বিজ্ঞাপন

শেখর বসুর মৃত্যুর পর শোক বার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী নিজের টুইটারে লেখেন, ‘পরমাণু বিজ্ঞানী তথা পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখর বসুর মৃত্যুতে আমি খুবই শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। আমার তরফ থেকে তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা রইল।’

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading