প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিতর্কিত পোস্ট করে নেট দুনিয়ায় ট্রোলের শিকার পার্থ চট্টোপাধ্যায়

ফের একবার বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এই পোস্টে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর একটি ছবি পোস্ট করে দাবী করেছেন যে তিনি নাকি প্রয়াত হয়েছেন।
এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরলোক গমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি”। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী আদৌ প্রয়াত হয়েছেন কী না, সে বিষয়ে এখনও কোনও খবর মেলেনি।
এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে দেন শিল্পমন্ত্রী। তবে এরই মধ্যে নেট দুনিয়ায় যথেচ্ছ ট্রোলের শিকার হয়েছেন তিনি। নেটিজেনরা কটাক্ষ করে বলেছেন যে এক সময়ের শিক্ষামন্ত্রী কীভাবে এমন অশিক্ষিতের মতো কাজ করতে পারেন।
বলে রাখি, আজ, মঙ্গলবারই কংগ্রেসের সংসদীয় বৈঠকে দেখা মেলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের,। এই বৈঠকে সোনিয়া গান্ধীর পাশের চেয়ারেই বসেছিলেন তিনি। আর এদিকে কিছু ঘণ্টার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের এমন একটি পোস্ট বেশ বিতর্কে ফেলেছে শিল্পমন্ত্রীকে।