West Bengal

BREAKING: করোনা সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে, আগামী ৩রা জানুয়ারি থেকে আংশিক লকডাউন হওয়ার পথে রাজ্যে

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন। এবার হয়ত সেই পথেই হাঁটা হতে পারে বলে মনে করা হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে এবার আংশিক লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য। ইঙ্গিত মিলল এমনটাই।

বিজ্ঞাপন

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনার ঢেউ আছড়ে পড়েছে। এরই মধ্যে রয়েছে ওমিক্রনের বাড়বাড়ন্ত। সংক্রমণের গতিতে এখনই লাগাম টানতে না পারলে সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই কারণেই আগামী ৩রা জানুয়ারি থেকে আংশিক লকডাউন ঘোষণা করতে পারে রাজ্য, এমনটাই জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

আংশিক লকডাউন ঘোষণা হলে সেক্ষেত্রে আগে স্কুল ও কলেজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী জানান যে করোনা সংক্রমণ বাড়লে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হবে। তিনি এও জানান যে লোকাল ট্রেন কমিয়ে আনাও হতে পারে৷

বিজ্ঞাপন

নবান্ন সূত্রে খবর অনুযায়ী, সেক্ষেত্রে লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে ৫০ শতাংশে করা হতে পারে বা আগের মতো ফের স্টাফ স্পেশ্যাল ট্রেন চালু করা হতে পারে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা পাঁচের অধিক সংক্রমিত জায়গাগুলিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এই কনটেনমেন্ট জোনগুলিতে জিম ও সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। আংশিক লকডাউন শুরু হলে সিনেমা হল, বার, রেস্তরাঁগুলিও বন্ধের তালিকায় যুক্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading