রাজ্য

শওকত মোল্লা ফুরফুরা শরিফে যেতেই উঠল ‘চোর চোর’ স্লোগান, ‘আব্বাস-নওশাদের মদতেই এটা হয়েছে’, ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেতা

সম্প্রতি ফুরফুরা শরিফে (Furfura Sharif) সাংগঠনিক পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)। এরপরই গতকাল, রবিবার সন্ধ্যায় ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির (Twaha Siddiqui) বাড়ি যান তিনি। শওকত মোল্লা মাঝেমধ্যে ত্বহা সিদ্দিকির বাড়ি যান দোয়া নিতে, তবে এদিন তিনি এলাকায় প্রবেশ করতেই ঘটল এক অপ্রীতিকর ঘটনা।

এদিন ত্বহা সিদ্দিকির সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন শওকত মোল্লা। কিন্তু অভিযোগ, তিনি যখন ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করে ফুরফুরা মাজার শরিফ এলাকায় ঘুরছিলেন, সেই সময় একদল লোকজন তাঁকে দেখে ‘চোর চোর’ বলে স্লোগান দিতে থাকে। এতেই বেশ ক্ষুব্ধ হন তৃণমূল নেতা।

এই ঘটনার পরই আজ, সোমবার সকালে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনা প্রসঙ্গে নিজের ক্ষোভ উগড়ে দেন শওকত মোল্লা। তিনি বলেন, “ফুরফুরা মুসলিমদের অন্যতম পবিত্র তীর্থস্থান। মুসলমান সম্প্রদায়ের মানুষ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আশীর্বাদ নিতে যান। সেখানে কোনও রাজনৈতিক কার্যক্রম চলে না। অথচ একজন রাজনৈতিক নেতা হিসেবে আমাকে হেনস্থা করা হল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।

এই ঘটনা বেশ মর্মাহত তৃণমূল নেতা। তাঁর কথায়, এ“আমাদের যথেষ্ট অপমান করা হয়েছে। আব্বাস সিদ্দিকি ও নওশাদ সিদ্দিকির মদতেই এমনটা হয়েছে”। সওকতের আরও সংযোজন, “অন্য ধর্ম গুরুদের আমি বলব কেন এমনটা হল তা দেখার জন্য”। এমন ঘটনা কেন ঘটল, তা জানার জন্য অন্য ধর্মগুরুদের কাছে আর্জি জানিয়েছেন শওকত মোল্লা।

এমনকি, আব্বাস সিদ্দিকি ও নওশাদ সিদ্দিকির নাম করে শওকত মোল্লা বলেন, “যে সমস্ত পীর ভাইয়েরা সক্রিয় রাজনীতি করে, তাদেরামি সম্মান করি না”।

এই বিষয়ে নওশাদ সিদ্দিকি বলেন, “আমি আজ সকালেই ঘটনাটা শুনেছি। যদিও ভিডিওতে শওকত সাহেবকে আমি দেখিনি। একটা ভিড় যাচ্ছিল দেখেছি। আমার মনে হয় এটা ক্ষোভের বহিঃপ্রকাশ”।

debangon chakraborty

Related Articles

Back to top button