গান্ধী নয়, এবার ভারতীয় মুদ্রায় থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

ভারতীয় মুদ্রায় থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হল। ৯৮ বছর বয়সী একজন স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচী বিশ্বাস হাইকোর্টে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। ভারতীয় টাকায় নেতাজির ছবি ছাপানোর জন্য আবেদন জানান তিনি।
হরেন বাগচী বিশ্বাস এই জনস্বার্থ মামলায় জিজ্ঞাসা করেছিলেন যে কেন ভারতীয় টাকায় ‘মহাত্মা গান্ধীর মতো’ নেতাজির ছবি যোগ করা যাবে না? আবেদনকারী আরও দাবী জানিয়ে বলেন, এখনও পর্যন্ত ভারত সরকার স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্রের অবদানকে উপযুক্ত স্বীকৃতি দেয়নি।
এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ, সোমবার কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যাতে কেন্দ্র সরকার আগামী আট সপ্তাহের মধ্যে এই আবেদনের জবাব দেয়।
এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর এই বিষয়ে হলফনামা দাখিলের জন্য সময় চেয়ে নেন। এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের তরফে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় যাতে আট সপ্তাহের মধ্যে কেন্দ্র এই আবেদনের জবাব দেয়।
এই মামলার আগামী শুনানি হবে ২১শে ফেব্রুয়ারি।