রাজ্য

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, পাল্টা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ গেরুয়া শিবির

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠেছে। অথচ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা (suo moto) রুজু করেছে পুলিশ। গতকাল, রবিবার রাতে সাহেবগঞ্জ থানায় বিজেপি নেতাদের (BJP leaders) বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মামলা দায়ের করা হয়েছে বলে দাবী গেরুয়া শিবিরের। এই ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল পদ্ম শিবির।

সূত্রের খবর অনুযায়ী, একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় নাম রয়েছে কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক, জেলা বিজেপি সহ সভাপতি, দিনহাটা ব্লকের বিজেপি সভাপতি-সহ মোট ২৮ জনের। জানা গিয়েছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 

এই দিনহাটার ঘটনায় এখনও পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, সোমবার রাতেই দিনহাটার উদ্দেশে রওনা দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মামলা নিয়ে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, “মঙ্গলবার দিনভর দিনহাটার রাস্তায় রাস্তায় ঘুরব, দেখি তৃণমূলের কত দুষ্কৃতী আছে”।

পুলিশের এই মামলা দায়ের করার ঘটনায় আজ, সোমবার কলকাতা হাইকোর্টে যায় বিজেপি। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয় গেরুয়া শিবিরের তরফে। মামলা দায়ের করার অনুমতি মিলেছে আদালতের তরফে।  

এদিকে, নিশীথ প্রামাণিকের উপর বারবার এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মামলাকারীর আইনজীবী। আদালতে তিনি বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা থাকা সত্ত্বেও বারবার হামলা হচ্ছে। সিবিআইকে এর তদন্তভার দেওয়া হোক”। দিনহাটায় যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, তা নিয়েও আর্জি জানান তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

Related Articles

Back to top button