West Bengal

গুজবে উত্তাল বাঁকুড়া! রাতের আঁধারে জঙ্গলে চলছে করোনা রোগীর সৎকার! রণক্ষেত্র জয়পুর!

বিজ্ঞাপন

পুলিসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে উত্তাল হল বাঁকুড়া। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের মধ্যে এক করোনা আক্রান্ত ব্যাক্তির মৃতদেহ সৎকারের চেষ্টা করছে এমন‌ই মারাত্মক অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। হাওয়ার থেকেও বেশি বেগে এই অভিযোগ ছড়িয়ে পড়ে বাঁকুড়ায়। আর শুধুমাত্র সন্দেহের বশেই বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় বাঁকুড়ার জয়পুর থানার চেক পোস্ট এলাকা। প্রায় গভীর রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ চলে। বাঁধে জনতা-পুলিস খন্ডযুদ্ধও । ঘটনায় দুজন পুলিস কর্মী আহত হন।

বিজ্ঞাপন

আঞ্চলিক সূত্র জানিয়েছে গতকাল বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালে মৃত্যু হয় জয়পুর ব্লকের রাউৎখন্ড এলাকার বাসিন্দা জিতেন মন্ডলের। জয়পুরের জঙ্গলে রাতের অন্ধকারে পুলিস ও প্রশাসন ওই ব্যাক্তির মৃতদেহ সৎকারের চেষ্টা করছিল খবর ছড়িয়ে পড়ে জঙ্গল লাগোয়া আশপাশের গ্রামগুলিতে।

বিজ্ঞাপন

এরপরই করোনা আক্রান্তর মৃতদেহ তাঁদের এলাকায় সৎকার করা চলবে না এই দাবি তুলে জয়পুর চেক পোস্টের কাছে বিষ্ণুপুর জয়পুর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় জনতা পুলিস খন্ডযুদ্ধ। ঘটনায় দু’জন পুলিস জখম হন। এরপরই পুলিস লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় বলে অভিযোগ।

বিজ্ঞাপন

ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন বলে দাবি। স্থানীয়দের অভিযোগ, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন । আর এইভাবে রাতের অন্ধকারে অন্য জায়গা থেকে দেহ এনে এলাকায় সৎকার করা হলে এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তবে কেবল সন্দেহতেই চলতে থাকে বিক্ষোভ ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading