West Bengal

‘জেনারেটর বন্ধ করে বিধায়ক হয়েছেন শুভেন্দু, মমতা আমাদের মা’, ভিডিওতে এমনটাই দাবী করে বিতর্কে জড়ালেন পুলিশকর্তা

বিজ্ঞাপন

রাজ্য পুলিশ সংগঠনের এক নেতা তথা এক পুলিশ আধিকারিকের কিছু মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি ফের উত্তাল। তাঁর মন্তব্যের সেই ভিডিও এখন বেশ ভাইরাল যাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁকে ‘মা’ বলে সম্বোধন করতে শোনা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া এই ভিডিওতে রাজ্য পুলিশ সংগঠনের আহ্বায়ক শান্তনুকে বলতে শোনা যায়, “নানা রকম ভাবে আপনাদের প্ররোচনা দেওয়া হচ্ছে। নানা ভাবে আপনাদের প্ররোচিত করা হচ্ছে। এক নেতা আছেন, যিনি জেনারেটর বন্ধ করে বিধায়ক হয়েছেন। তাঁর নাম করে আমি নিজেকে ছোট করতে চাই না। যেখানেই তিনি সভা-সমিতিতে যান, সেখানেই আমার নাম করে গালাগালি করেন। পুলিশ কর্মচারীদের নিয়ে তিনি যা করতেন, আমি কন্টাইয়ে (কাঁথি) গিয়ে এর জবাব দেব”।

বিজ্ঞাপন

এই পুলিশ আধিকারিক সরাসরি কারোর নাম না নিলেও কাঁথির নাম উল্লেখ করে তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে শুভেন্দু অধিকারীর উদ্দেশেই কথাগুলো বলেছেন। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভোটগণনায় কারচুপি করা হয়েছে বলে তৃণমূল প্রথম থেকেই অভিযোগ করে আসছে। এরপরই জয়প্রকাশ মজুমদার ও রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া এই দুই নেতার মুখেও সেই অভিযোগ শোনা গিয়েছে।

বিজ্ঞাপন

তবে এক পুলিশকর্তার মুখে এমন মন্তব্য যে নজিরবিহীন, তা বলাই বাহুল্য। এদিন শুভেন্দুকে আক্রমণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতেও শোনা যায় ওই পুলিশকর্তাকে। পুলিশ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এমন কোনও কাজ করবেন না যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের ও আপনাদের মা, তাঁর মাথা নিচু হয়ে যায়”।

বিজ্ঞাপন

বলে রাখি, গতকাল, রবিবার বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ সংগঠনের আহ্বায়ক শান্তনু। সেখানেই তিনি একথা বলেন বলে দাবী করা হয়েছে ভিডিওতে। তাঁর এই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলার পুলিশ দলদাস। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না”। এই নিয়ে শাসক দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে আজ, সোমবার বিধানসভার উল্লেখপর্বে বিজেপির তরফে এই প্রসঙ্গ তোলা হয়। চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, “বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শান্তনু সিন্‌হা বিশ্বাস ও সংগঠনের সাধারণ সম্পাদক অকথ্য ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গালাগালি ও কুরুচিপূর্ণ আক্রমণ করেছেন। বিরোধী দলনেতা পদমর্যাদায় একজন পূর্ণ মন্ত্রীর সমান। তাঁর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কর্তারা কী ভাবে এমন অবমাননাকর মন্তব্য করতে পারেন”।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading