West Bengal

“ওটা আমারই চ্যাটের অংশ”, অডিও টেপ ফাঁস বিতর্কে বিস্ফোরক স্বীকারোক্তি প্রশান্ত কিশোরের

বিজ্ঞাপন

আজ শনিবার, রাজ্যে চতুর্থ দফার ভোট। এদিন সকালেই ফাঁস হয় তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ। এ অডিও টেপে তাঁকে কিছু সাংবাদিকের সঙ্গে কিছু কথোপকথন করতে শোনা গিয়েছে। এতে প্রশান্ত কিশোর বলেছেন যে সমীক্ষায় বেশীরভাগ মানুষই বলছেন যেব বিজেপিই ভোটে জিতে সরকার বানাবে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে হুলস্থূল পড়ে যায়।

বিজ্ঞাপন

যদিও এই অডিও-র সত্যতা যাচাই করেনি খবর ২৪x7। তবে বেলা গড়াতেই সামনে আসে আসল সত্য। প্রশান্ত কিশোর স্বীকার করে নেন যে অডিও টেপে ও কণ্ঠস্বর তাঁরই ছিল। টুইট করে তিনি লেখেন, “আমি খুশ যে বিজেপি তাদের নেতাদের কথার তুলনায় আমার চ্যাটকে গুরুত্ব দিয়েছে। নির্বাচিত অংশ ব্যবহার করে উত্তেজিত না হয়ে তাদের উচিত পুরো চ্যাট শোনানোর সাহস দেখানোর। আমি আগেও বলেছি, এখন তার পুনরাবৃত্তিও করছি যে বিজেপি পশ্চিমবঙ্গে ১০০ পার করবে না”

বিজ্ঞাপন

আরও পড়ুন- বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলা, প্রার্থীকে লক্ষ্য করে ইটবৃষ্টি, অভিযোগের তীর তৃণমূলের দিকে 

প্রশান্ত কিশোরের এই টুইট নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন বিজেপি নেতারা। দলের মুখপাত্রদের মতে, বিজেপি যে তাদের নেতাদের কথায় গুরুত্ব দেয় না, তা সত্যি নয়। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লাগামছাড়া মুসলিম তোষণ করেছেন। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন। আমরাও বলেছি। বাংলায় বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ই শুরু করেছেন। আমরা এতদিন বলতাম বিজেপি ২০০ বেশি আসন পাবে। এখন প্রশান্ত কিশোরও বলছেন যে সমীক্ষায় বেশীরভাগ মানুষ বলছেন বিজেপি সরকার গড়বে।

আরও পড়ুন- প্রকাশ্যে প্রশান্ত কিশোরের অডিও, ‘সমীক্ষা বলছে বিজেপিই সরকার বানাবে’, স্বীকার পিকের

রাজীবের কথায়, “তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে লাগামহীন রাগ তৈরি হয়েছে, তাও প্রশান্ত কিশোর মেনে নিচ্ছেন। এও মেনে নিয়েছেন যে বাংলায় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা রয়েছে। আমাদের কথাগুলোই উনি মেনে নিয়েছেন। উনিই আর একটু বরং সাহস দেখান। এই কথাগুলো আরও খোলাখুলি বলুন”।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading