রাজ্য

প্রথমবার বাংলায় আসছেন দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী, শুরু তোড়জোড়

এই প্রথমবার বাংলায় আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নবান্ন সূত্রে খবর, আগামী ২৭শে মার্চ কলকাতায় পা রাখছেন তিনি। দু’দিনের সফরে রাজ্যে আসছেন দেশের রাষ্ট্রপতি।

ওইদিন বিকেলেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে রাজ্যের তরফে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংবর্ধনা অনুষ্ঠানের আগে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি যাবেন জোড়াসাঁকো। ঠাকুরবাড়ি থেকে ইউকো ব্যাঙ্কের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে দ্রৌপদী মুর্মুর।

এর পরদিন অর্থাৎ ২৮শে মার্চ বেলুড়মঠ পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। তারপর সেখান থেকে শান্তিনিকেতনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন দ্রৌপদী মুর্মু। শান্তিনিকেতনের অনুষ্ঠানের পর দিল্লি ফিরে যাবেন তিনি।

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মমতা যশবন্ত সিংকে সমর্থন  করেছিলেন ঠিকই। তবে বিজেপি দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করার পর মমতা জানিয়েছিলেন যে তিনি যদি আগে জানতেন, তাহলে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া যেত।

রাষ্ট্রপতি পদে আসিন হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করেছিলেন রাষ্ট্রপতি। আবার দিল্লি সফরে গিয়ে একবার দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নানান কর্মসূচি নিয়েই বাংলায় আসছেন রাষ্ট্রপতি।

debangon chakraborty

Related Articles

Back to top button