রাজ্য

রবিতেও বৃষ্টিমুখর শহর, ঝোড়ো হাওয়ার দাপট ক্রমেই বাড়ছে, ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

গতকাল, শনিবার রাতে বৃষ্টির পর আজ, রবিবারও সকাল থেকেই আকাশের মুখ ভার। এদিন ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহেও ভারী বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। বাড়তে ২-৩ ডিগ্রি তাপমাত্রা।

বৃষ্টির কারণে কলকাতা ও সংলগ্ন জেলায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আজ, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার অবস্থান করছে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ড এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা গিয়েছে।

আজও সারাদিন আকাশ মেঘলাই থাকবে বলে জানা গিয়েছে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন ধরে এমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের জেরে চা বাগান ও আমবাগানের বেশ ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির জেরে চাষবাসের ক্ষতি হয়েছে।

আজ, রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়িতেও ব্যাপক বৃষ্টি হচ্ছে। গত বুধবার কালবৈশাখীর পর গত দু’দিন সকালে আকাশের মুখ ভার থাকলেও বৃষ্টি সেভাবে হয়নি। তবে রবিবার ভোর থেকেই শহরে বৃষ্টি শুরু হয়েছে। 

Related Articles

Back to top button