রাজ্য

রাজ্যজুড়েই আজও চলবে ঝড়বৃষ্টি, তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, আবহাওয়ার পরিবর্তন হবে কবে থেকে?

গতকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হয়েছে, তাতে বেশ স্বস্তিই পেয়েছে রাজ্যবাসী। সেই সঙ্গে ছিল বিদ্যুতের ঝলকানিও। শনিবার পর্যন্ত এমন পরিস্থিতিই বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ কালবৈশাখীর সম্ভাবনা কম। রবিবার থেকে ফের চড়বে পারদ।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম থাকতে পারে। তবে বিকেল বা সন্ধে থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হবে। রবিবার থেকে ফের গরম বাড়তে শুরু করবে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও হালকা বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ, শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বেলা বাড়লে রোদের দেখা মেলে। ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা সামান্য। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ থেকে ৭৮ শতাংশ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার। একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে সেই অক্ষরেখা।

অন্যদিকে আবার অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লি-সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। সোমবার এই উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানা যাচ্ছে।

debangon chakraborty

Related Articles

Back to top button